মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাইয়ার সুলতানা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত আছেন। তাই, তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। প্রাথমিকভাবে তাকে শোকজ করা হয়েছে।
বুধবার ওই কর্মকর্তাকে পাঠানো শোকজ নোটিশটি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এর আগে গতকাল মঙ্গলবার ওই কর্মকর্তাকে শোকজ নোটিশ পাঠানো হয়।
নোটিশে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাইয়ার সুলতানার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে না তার জবাব দিতে বলা হয়েছে ওই কর্মকর্তাকে।
শোকজ নোটিশে বলা হয়েছে, সাটুরিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাইয়ার সুলতানা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
এ অবস্থায় কেন আপনার বিরুদ্ধে বিধিমালার আওতায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব নোটিশ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে কর্মকর্তাকে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।