শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক পরতে হবে শিক্ষক-শিক্ষার্থীদের | মেডিক্যাল নিউজ

শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক পরতে হবে শিক্ষক-শিক্ষার্থীদের

দেশে হঠাৎ করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের মাস্ক পরে ও স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদেরও মাস্ক পরে ও স্বাস্থ্যবিধি মেনে অফিস করতে বলা হয়েছে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ

দেশে হঠাৎ করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের মাস্ক পরে ও স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদেরও মাস্ক পরে ও স্বাস্থ্যবিধি মেনে অফিস করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশ দিয়ে আদেশ জারি করা হয়েছে। এদিকে এদিন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে করোনা শনাক্তের হার ১৪ দশমিক  শতাংশ ছাড়িয়েছে।

আদেশে অধিদপ্তর বলছে, করোনা ভাইরাসের বিস্তাররোধকল্পে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, অধিদপ্তরের অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীদের এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে অফিস-শ্রেণির কার্যক্রম পরিচলনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। 

এদিকে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১৯ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ।

গতকাল বুধবার এ হার ছিলো ১৩ দশমিক ৩০ শতাংশ। গত সোমবার শনাক্তের হার ছিলো ১০ দশমিক ৮৭ শতাংশ।

শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক পরতে হবে শিক্ষক-শিক্ষার্থীদের

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।