সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী | বিবিধ নিউজ

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন চলছে। আজ বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন শুরু হয়েছে। এতে দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী।

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের আগে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন শুরু হয়। বরাবরের মতই রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার এ সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করছে।

আগামী শনিবার সকালে পদ্মা নদীর ওপর নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প পদ্মাসেতুর উদ্বোধন করবেন শেখ হাসিনা। সেদিন উৎসব হবে সারা দেশে। 

এদিকে টানা বৃষ্টি আর প্রবণ বর্ষণে সিলেট, সুনামঞ্জসহ দেশের বেশ কিছু এলাকায় চলছে বন্যা। বন্যা পরিস্থিতি এবং বন্যার্ত মানুষের দুর্দশা সরেজমিন দেখতে মঙ্গলবার হেলিকপ্টারে সিলেট অঞ্চলে যান প্রধানমন্ত্রী।

তিনি সিলেট সার্কিট হাউজে এক মত বিনিময় সভায় অংশ নেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনকে বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন।

প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে এলেন তার দল আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আগের দিন। ১৯৪৯ সালের ২৩শে জুন স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী এই দলটির জন্ম হয়।