সরকারিকৃত কলেজের নামের বানান জানতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়

সরকারিকৃত কলেজের নামের বানান জানতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়

সরকারিকৃত কলেজগুলো নামের বাংলা ও ইংরেজি বানান জানতে চেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সরকারিকরণের পর কলেজগুলোর নাম হালনাগাদ করতে কলেজের নামের বাংলা ও ইংরেজি বানান চাওয়া হয়েছে। আর সরকারিকৃত যেসব কলেজ এখনো ওয়েবসাইটে সংশোধনের জন্য নামের বানান বিশ্ববিদ্যালয়ে পাঠায়নি তাদের আগামী সাত ক

সরকারিকৃত কলেজগুলো নামের বাংলা ও ইংরেজি বানান জানতে চেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সরকারিকরণের পর কলেজগুলোর নাম হালনাগাদ করতে কলেজের নামের বাংলা ও ইংরেজি বানান চাওয়া হয়েছে। আর সরকারিকৃত যেসব কলেজ এখনো ওয়েবসাইটে সংশোধনের জন্য নামের বানান বিশ্ববিদ্যালয়ে পাঠায়নি তাদের আগামী সাত কার্যদিবসের মধ্যে কলেজের প্যাডে নামের বাংলা ও ইংরেজি বানান লিখে তা বিশ্ববিদ্যালয়ে পাঠাতে বলা হয়েছে। 

গতকাল সোমবার এ নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে জাতীয় বিশ্ববিদ্যালয়। 

বিশ্ববিদ্যালয় বলছে, সরকারিকৃত কলেজগুলোর মধ্যে যেসব কলেজ ‘সরকারি’ শব্দ যুক্ত করে চিঠি পাঠিয়েছে যেসব ১৫৯টি কলেজের নামের সঙ্গে ‘সরকারি’ শব্দটি সংযোজন করে একটি প্রজ্ঞাপন গত ৫ এপ্রিল জারি করা হয়েছে। কিন্তু অধিকাংশ কলেজের প্যাডে ইংরেজিতে কলেজের নাম উল্লেখ না থাকায় ওয়েবসাইটে তা সংশোধন করা যাচ্ছে না। এ অবস্থায় ইংরেজিতে কলেজের নামের বানান উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের কাছে পাঠাতে বলা হয়েছে। 

বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, সরকারিকৃত যেসব কলেজ এখনো নাম পাঠাননি সেসব কলেজকে ইংরেজিতে কলেজের নাম ওয়েবসাইটে সংশোধনের জন্য কলেজ প্যাডে বাংলা ও ইংরেজিতে কলেজের নাম উল্লেখ করে সাত কার্যদিবসের মধ্যে কলেজ পরিদর্শকের কাছে পাঠাতে হবে। 

সরকারিকৃত কলেজের নামের বানান জানতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।