খুলনার ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী মিকশিমিল রুদাঘরা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আনোয়ারুল জোয়ার্দার (৫৮) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে খুলনা ইসলামি ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার মধ্যরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আনোয়ারুল জোয়ার্দার ডুমুরিয়া উপজেলার মধুগ্রামের মরহুম ইউসুফ আলী জোয়ার্দারের ছেলে। তিনি ১৯৯০ খ্রিষ্টাব্দে মিকশিমিল রুদাঘরা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করে মৃত্যুর আগ পর্যন্ত কর্মরত ছিলেন। একজন আদর্শ শিক্ষকের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ বুধবার বাদ জোহর মধুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।