নাটোরে দশম শ্রেণিপড়ুয়া এক ছাত্রীকে (১৪) অপহরণের চেষ্টাকালে দুই কিশোরকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ছাতনী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে তিনজনকে অভিযুক্ত করে সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে তিন কিশোর তাকে অপহরণের চেষ্টা করে। এ সময় সে দৌড়ে একটি বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিন্তু ওই কিশোররা সেই বাড়িতে ঢুকে দরজা ভাঙার চেষ্টা করে। পরে বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে দুই কিশোরকে আটক করেন। অপর এক কিশোর এ সময় পালিয়ে যায়। আটক কিশোরদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে। অপর অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।