'ইতিহাস' শব্দটির উৎপত্তি 'ইতিহ' শব্দ থেকে যার অর্থ 'ঐতিহ্য'। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য-সংস্কৃতি যেটি ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয় ইতিহাস। বর্তমান প্রজন্মের যেমন প্রয়োজনীয়তা রয়েছে তার নিজ দেশের ইতিহাস ও ইতিহ্যকে জানার তেমনি আমাদের পূর্ব-প্রজন্মেরও দায়বদ্ধতা রয়েছে সেই ইতিহাস ও ঐতিহ্যকে এই প্রজন্মকে জানানোর। আর সেই প্রয়োজন ও দায়বদ্ধতা পূরণে পাঠকরা এখন আরও সচেতন। তার প্রমাণ রকমারির বেস্টসেলার তালিকায় বরাবরের মত থাকা বেশ কিছু ইতিহাস-ঐতিহ্যের বই।
পাঠকের ইতিহাস-ঐতিহ্যের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে ইতিহাস ও ঐতিহ্যের সেরা সব বই ১৫ শতাংশ ক্যাশব্যাকে সংগ্রহের সুযোগ দিচ্ছে রকমারি। নগদে পেমেন্ট করে ১৫ শতাংশ ইন্সট্যান্ট ক্যাশব্যাকে রকমারির ইতিহাস ও ঐতিহ্যের সেরা সব বই সংগ্রহ করতে পারবেন পাঠকরা।
এ সুযোগ থাকবে ১৪ জুলাই পর্যন্ত।
সেরা কিছু ইতিহাস-ঐতিহ্যের বই দেখতে ভিজিট করুন রকমারির ওয়েবসাইটে।