বোতলের গায়ে লিটার প্রতি ১৬০ টাকা দর লেখা ৪৮ লিটার সয়াবিন তেল খুচরা বিক্রেতাদের কাছে ১৮০ টাকা দরে বিক্রি করায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বেশি দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে ওই ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশিমবাজারে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান মুন্না স্টোরের স্বত্বাধিকারী জহুরুল হককে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশিমবাজারে অবস্থিত বসুন্ধরা কোম্পানির তেলের ডিলার মুন্না স্টোরের স্বত্বাধিকারী জহুরুল হক ১৬০ টাকা দরের ৪৮ লিটার সয়াবিন তেল খুচরা বিক্রেতাদের কাছে ১৮০ টাকা বা তার বেশি দামে বিক্রি করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরও অংশ নেন ভূরুঙ্গামারী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক, কচাকাটা থানার সাব ইন্সপেক্টর আব্দুর রবসহ পুলিশের একটি দল।
অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।