‘বিশ্ব আন্তধর্মীয় সম্প্রীতি সপ্তাহ’ উদযাপনের অংশ হিসেবে দুই দিনব্যাপী ‘৬ষ্ঠ আন্তধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব’ শুরু হয়েছে।
(২ ফেব্রুয়ারি) বোববার বিশ্ববিদ্যালয়েরে ছাত্র-শিক্ষক কেন্দ্রে দু’দিনব্যাপী ‘৬ষ্ঠ আন্তধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব’ শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসব উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তধর্মীয় ও আন্তসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে ‘বিশ্ব আন্তধর্মীয় সম্প্রীতি সপ্তাহ’ পালিত হচ্ছে। এর অংশ হিসেবে ‘ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাব’ এই বিতর্ক উৎসব আয়োজন করে। এবারের উৎসবের প্রতিপাদ্য ‘যুক্তির স্রোতে জেগেছে বিশ্বাসের বালুচর, জাগো বাহে কোনঠে সবায়!’
ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাবের সভাপতি আসমা সুলতালা লিজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম এবং আন্তধর্মীয় ও আন্তসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ বিশেষ অতিথির বক্তব্য দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক ড. মুহা. আবদুল্লাহ আল মাহমুদ। ক্লাবের সাধারণ সম্পাদক নূরুদ্দীন মুহাম্মাদ অনুষ্ঠান সঞ্চালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিতর্ক উৎসবের সফলতা কামনা করেন। বৈষম্যহীন ও যুক্তিবাদী সমাজ প্রতিষ্ঠায় বিতর্ক চর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যুক্তি-তর্কের মাধ্যমে প্রতিষ্ঠিত সমাজের ভিত্তি অনেক মজবুত হয়। নিয়মিত বিতর্ক চর্চার মাধ্যমে সমাজকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, এই উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।