ভিসি অপসারণে ‘আমরণ’ অনশনে ববি শিক্ষার্থীরা | বিশ্ববিদ্যালয় নিউজ

ভিসি অপসারণে ‘আমরণ’ অনশনে ববি শিক্ষার্থীরা

`আমরা বিশ্ববিদ্যালয়টির আচার্য, শিক্ষা উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের যথেষ্ট সময় দিয়েছি। আমরা বারবার তাদের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু তারা শিক্ষার্থীদের আকুতি বুঝতে ব্যর্থ হয়েছেন।'

#উপাচার্য #বরিশাল বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী #শিক্ষা

ছবি : দৈনিক শিক্ষাডটকমছবি : দৈনিক শিক্ষাডটকম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছেন একদল শিক্ষার্থী।

সোমবার (১২ মে) রাত সাড়ে নয়টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের গ্রান্ডফ্লোরে অনশনে বসেন। এর আগে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের পক্ষে সুজয় বিশ্বাস শুভ বলেন, আমরা বিশ্ববিদ্যালয়টির আচার্য, শিক্ষা উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের যথেষ্ট সময় দিয়েছি। আমরা বারবার তাদের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু তারা শিক্ষার্থীদের আকুতি বুঝতে ব্যর্থ হয়েছেন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#উপাচার্য #বরিশাল বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী #শিক্ষা