স্কুল-কলেজের শিক্ষার্থীদের পবিত্র কোরআন উপহার দিল ছাত্রশিবির | ফিচার নিউজ

স্কুল-কলেজের শিক্ষার্থীদের পবিত্র কোরআন উপহার দিল ছাত্রশিবির

স্কুল ও কলেজের শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন তুলে দেন শিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা।

#শিবির #শিক্ষার্থী #স্কুল #কলেজ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ফেনীর দাগনভূঞায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন বিতরণ করা হয়েছে।

উপজেলার কোরাইশমুন্সি ফাজিল মাদরাসায় রোববার (১১ মে) ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির দাগনভূঞা (উত্তর) উপজেলা শাখা।

এতে প্রধান অতিথি থেকে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন তুলে দেন শিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা।

শিবিরের দাগনভূঞা উপজেলা উত্তর শাখার সভাপতি মাঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবির ফেনী জেলা শাখার সভাপতি আবু হানিফ হেলাল ও মাওলানা আবদুজ জাহের।

অনুষ্ঠানে ১১ মে কোরআন দিবসের আলোচনা শেষে অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দেন অতিথিরা।

#শিবির #শিক্ষার্থী #স্কুল #কলেজ