বিএ পাস ছাড়া মাদরাসার সভাপতি হওয়া যাবে না | মাদরাসা নিউজ

বিএ পাস ছাড়া মাদরাসার সভাপতি হওয়া যাবে না

অ্যাডহত কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা আলিম পর্যায়ের মাদরাসার জন্য কামিল/স্নাতোকোত্তর এবং দাখিল পর্যায়ের মাদরাসার জন্য ফাযিল/ স্নাতক পাস হতে হবে।

#মাদরাসা #কমিটি

দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদরাসার অ্যাডহক কমিটি গঠন এবং অ্যাডহক কমিটির সভাপতি ও গভর্নিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতার বিষয়ে ‘স্পষ্টীকরণ’ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

এতে বলা হয়েছে, অ্যাডহত কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা আলিম পর্যায়ের মাদরাসার জন্য কামিল/স্নাতোকোত্তর এবং দাখিল পর্যায়ের মাদরাসার জন্য ফাযিল/ স্নাতক পাস হতে হবে।

২৮ এপ্রিল এই বিষয়টি জানিয়ে বোর্ডের আওতাধীন সব স্তরের মাদরাসার অধ্যক্ষ, সুপার, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্য বরাবর একটি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর আব্দুর সাত্তার মিয়া।

এই নতুন নিয়ম বাস্তবায়নের জন্য মাদরাসা শিক্ষা বোর্ড তাদের আওতাধীন সব মাদরাসার অধ্যক্ষ, সুপার ও পরিচালনা কমিটিকে অনুরোধ জানিয়েছে।

এর আগে, ৬ জানুয়ারি এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে নতুন নিয়ম কার্যকর করতে মাদরাসা শিক্ষা বোর্ডকে নির্দেশনা দিয়েছিলো শিক্ষা মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় গত ২৮ এপ্রিল এই বিষয়ে ‘স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি’ প্রকাশ করে মাদরাসা শিক্ষা বোর্ড।

মূলত, কারিগরি ও মাদরাসা শিক্ষার প্রতি জনসচেতনতা বৃদ্ধি, প্রচার ও প্রসার, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক কার্যক্রম তদারকি, সার্বিক আইনশৃঙ্খলাসহ শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখা, প্রতিষ্ঠানের অবকাঠামোর গুণগতমান নিশ্চিত, চাহিদাভিত্তিক ট্রেড টেকনোলজি নির্ধারণ এবং শিক্ষার্থীদের বাস্তব প্রশিক্ষণ প্রদানসহ মাদরাসা শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

এরই অংশ হিসেবে মাদরাসা শিক্ষার মানোন্নয়ন ও সমন্বয়সহ বিভিন্ন কাজের লক্ষ্যে, ইতোপূর্বে গত ১৩ মার্চ জেলা প্রশাসককে সভাপতি করে ১৫ সদস্যের জেলা মাদরাসা ও কারিগরি শিক্ষা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি বিভাগ। জেলা প্রশাসকের নেতৃত্বে এই কমিটিতে আরো আছেন জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার প্রমুখ।

প্রজ্ঞাপনে আরো বলা হয়- জেলার সব সরকারি, বেসরকারি ও এমপিওভুক্ত মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এই কমিটির আওতাভুক্ত হবে।

বিএ পাস ছাড়া মাদরাসার সভাপতি হওয়া যাবে না

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#মাদরাসা #কমিটি