হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ‘বি’ ইউনিটের ৩য় শিফটের ভর্তিচ্ছুরা।
তাদের অভিযোগ, তারা অপ্রত্যাশিতভাবে নেগেটিভ মার্ক পেয়েছেন। ফল পুনঃনিরীক্ষণের দাবি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির জানান, আমরা বিষয়টি ইতোমধ্যে অবগত হয়েছি। অভিযোগগুলোর গুরুত্ব অনুধাবন করে ভর্তি পরীক্ষা কমিটি ফলাফল পুনরায় পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা যায়, রোববার (১১ মে) ছুটির দিন হওয়া সত্ত্বেও ভর্তি পরীক্ষা কমিটির সদস্যরা প্রশাসনিক ভবনে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের অভিযোগগুলো পর্যালোচনার কাজ চালিয়ে যাচ্ছেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।