শিক্ষা ছেড়ে পুলিশ ক্যাডারে ৫ কর্মকর্তা | বিবিধ নিউজ

শিক্ষা ছেড়ে পুলিশ ক্যাডারে ৫ কর্মকর্তা

বিসিএসের কর, পুলিশ ও প্রশাসন ক্যাডারে চাকরি হওয়ায় শিক্ষা ছেড়েছেন তারা।

#পুলিশ #শিক্ষা #শিক্ষা মন্ত্রণালয়

বিভিন্ন সরকারি কলেজে প্রভাষক পদে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৫ জন কর্মকর্তা চাকরি ছেড়েছেন। বিসিএসের কর, পুলিশ ও প্রশাসন ক্যাডারে চাকরি হওয়ায় শিক্ষা ছেড়েছেন তারা।

সোমবার (১২ মে) তাদেরকে অব্যাহতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৫৩ ধারা অনুযায়ী অন্য ক্যাডারে যোগদানের লক্ষে শিক্ষা ক্যাডারের চাকরি থেকে স্বেচ্ছায় ইস্তফা গ্রহণ করা হলো। জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

শিক্ষা ছেড়ে পুলিশ ক্যাডারে ৫ কর্মকর্তা

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#পুলিশ #শিক্ষা #শিক্ষা মন্ত্রণালয়