মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) প্রতি বছরের ন্যায় এবারও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সনাতনী শিক্ষার্থীরা পালন করছেন সরস্বতী পূজা। সোমবার সব শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় দেবীর পূজা। সকাল ৭ টায় পূজা অর্চনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ঘন্টাধ্বনি,আর পুরোহিতের মন্ত্র পাঠের মাধ্যমে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। পূজায় ঢাক-ঢোল, কাসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয় পূজামণ্ডপ। এই দিনে বিদ্যার্থীরা দুই হাত জোড়ে বিনাপাণি দেবীর আরাধনা ও আলোকিত মানুষ হওয়ার প্রার্থনায় মগ্ন থাকে।
শ্রীপঞ্চমী উপলক্ষে দেবীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ, মহাপসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরস্বতী পূজার মূল উদ্দেশ্য হলো পৃথিবীর সব মানুষ যেনো আলোর পথের সব শিক্ষা অন্তরে ধারণ করতে পারে। অন্তরের সব অন্ধকার ত্যাগ করে যেনো আলোর পথে যেতে পারে।
দিনব্যাপী পূজার অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতি বছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর আবাহন করা হয়। এই শুক্ল পঞ্চমী তিথিকে বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমীও বলা হয়। শাস্ত্রমতে, সাদা রাজহাঁসে চড়ে বীণা হাতে সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক হয়ে জগতে আসেন দেবী সরস্বতী । সরস্বতী দেবীকে চার বেদের জননী বলা হয়।