নটর ডেম কলেজে শেষ হলো জাতীয় বিতর্ক উৎসব | কলেজ নিউজ

নটর ডেম কলেজে শেষ হলো জাতীয় বিতর্ক উৎসব

৩৬তম এনডিডিসি ন্যাশনালস (ইংরেজি) বিভাগে ওপেন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় স্কলাস্টিকা, রানার-আপ হয় ল্যাডস। অপর দুই ওপেন ফাইনালিস্ট ছিল বিএনএমডিসি ১ ও এমএমডি ১।

নটর ডেম কলেজে অনুষ্ঠিত তিন দিনব্যাপী জাতীয় বিতর্ক উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে।

বসুন্ধরা এক্সারসাইজ বুকের সৌজন্যে, মাইগ্রেশন অ্যান্ড একাডেমিক সেন্টার এবং নর্ডিক সোর্সিংয়ের সহযোগিতায় আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪০০ জন বিতার্কিক অংশগ্রহণ করেন।

৩৬তম এনডিডিসি ন্যাশনালস (ইংরেজি) বিভাগে ওপেন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় স্কলাস্টিকা, রানার-আপ হয় ল্যাডস। অপর দুই ওপেন ফাইনালিস্ট ছিল বিএনএমডিসি ১ ও এমএমডি ১।

‘নভিস বিভাগ’- এ বিএনএমডিসি ২ চ্যাম্পিয়ন এবং ভিডিসি ২ রানার-আপ হয়। ডিবেটার অব দ্য ফাইনালের খেতাব লাভ করেন এস এস আই খান এবং তাওহিদ ইসলাম জামি লাভ করেন ডিবেটার অব দ্য টুর্নামেন্ট সম্মাননা।

১৩তম এনডিডিসি ডিবেটার্স’ লিগ (বাংলা) অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন্স লিগের আদলে। গাজী মাহতাবের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় আর্সেনাল, তার দলে ছিলেন হাসনাত ইসলাম, তরুনিমা প্রতিতী ও অরিঞ্জয় বড়ুয়া।

ইসরাক আহমেদ খানের নেতৃত্বে লিভারপুল রানার-আপ হয়, যেখানে বিতর্ক করেছেন আজমাঈন সাদাত, কাসিতা নুসাইবা তাকি ও তাহমিদ নূর মাহমুদ। আফফান ইবনে আনোয়ার (বরুশিয়া ডর্টমুন্ড) ডিবেটার অব দ্য টুর্নামেন্টন্টের খেতাব লাভ করেন।

চ্যাম্পিয়নশিপে অসাধারণ নেতৃত্ব ও বিতর্ক দক্ষতার জন্য আবিদ বিন আহমাদ নূর (বায়ার্ন মিউনিখ), অরুণাভ উৎপল অরিত্র (রিয়াল মাদ্রিদ) এবং কাজী রেভান (জুভেন্টাস)-কে সেরা টিম ম্যানেজার হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

তা ছাড়া এই আয়োজনের বিশেষ সেগমেন্ট ‘আই আর কুইজ’ এ চ্যাম্পিয়ন হয়েছেন নটর ডেম কলেজের আসাদ আহমেদ রাফিদ।