মো. জসিম উদ্দীন। ছবি : সংগৃহীত
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ম্যানেজমেন্ট বিভাগের ৪র্থ ব্যাচের ছাত্র মো. জসিম উদ্দীন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১২ মে) সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে খাবার খেতে বসলে স্ট্রোক করেন তিনি। দ্রুত রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর সংবাদে হাসপাতালে ভিড় করতে থাকেন তার বন্ধু, রাজনৈতিক সহযোদ্ধা, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ। মুহূর্তেই শোকে ভারি হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ।
এদিকে জসিম উদ্দীনের মৃত্যুর খবরে শোক জানিয়েছেন রাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।
জসিম উদ্দীন দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার বাড়ি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায়। আজ দুপুর ২টায় রাবিপ্রবি ক্যাম্পাসে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।