সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয়: রিজভী | বিবিধ নিউজ

সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয়: রিজভী

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বৈশাখের প্রস্তুতিপর্ব ও পুড়ে যাওয়া ফ্যাসিবাদের মুখোঅবয়ব পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সঙস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয় যে বছরের পর বছর করে যাবেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এখন যতোটুকু করা যায় হবে, আবার নির্বাচিত সরকার আসলে তারা করবেন। এটাই হওয়া উচিত।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বৈশাখের প্রস্তুতিপর্ব ও পুড়ে যাওয়া ফ্যাসিবাদের মুখোঅবয়ব পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় রুহুল কবির রিজভী ফ্যাসিস্টের মুখোঅবয়ব পুড়িয়ে দেয়ার নিন্দা জানান।

রুহুল কবির রিজভী বলেন, আমাদের মধ্যে মতবিরোধ থাকবে, একে অপরের সমালোচনা করবো কিন্ত ফ্যাসিবাদের প্রকাশ যোনো না ঘটে। আমরা মত প্রকাশের স্বাধীনতার জন্যই তো অনেকে জীবন দিয়েছে। আমাদের সংস্কৃতির কোনো পরিবর্তন যেনো না ঘটে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আনন্দ শোভা যাত্রাই ছিলো, মাঝে যেটা ছিলো সেটা আমদানিকৃত সংস্কৃতি।

রুহুল কবির রিজভী বলেন, ৫ আগস্টের পরে যে মুক্ত বাতাস তৈরি হয়েছে। মুক্ত পরিবেশে প্রাণবন্ত গণতন্ত্র পাওয়ার অপেক্ষা করছি। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বারবার আহ্বান করেছি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনী ব্যবস্থা করুন।