বরিশালের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপন হয়েছে সরস্বতী পূজা। সোমবার সকালে নানা আনুষ্ঠানিকতায় নগরীর বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে পূজা অনুষ্ঠিত হয়। কলেজের ২২টি ডিপার্টমেন্টের সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে এই পূজার আয়োজন করা হয়।
এ সময় শিক্ষার্থীরা দেশ জাতি ও তাদের শিক্ষাজীবনের উন্নয়নের জন্য প্রার্থনা করেন। তারা জানান, প্রতি বছরের মতো আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পূজার আয়োজন করা হয়েছে।
বিএম কলেজ ছাড়াও অমৃত লাল দে মহাবিদ্যালয়, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক-উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা।
সকাল থেকেই দেবীর পায়ে অঞ্জলি নিবেদন করতে শত শত বিদ্যার্থী তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়। পুরোটা বছর যেনো তারা নির্বিঘ্নে এবং মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো ফল করতে পারেন এ কামনা দেবীর কাছে।