সুইডেনে স্কুলে গু*লি, আহত ৫ | বিবিধ নিউজ

সুইডেনে স্কুলে গু*লি, আহত ৫

পুলিশ বলছে, পাঁচ জনকে গুলি করা হয়েছে সেটি নিশ্চিত। তবে তাদের জখম কতটা গুরুতর সে বিষয়ে স্পষ্ট কিছু এখনও জানা যায়নি।

সুইডেনের মধ্যাঞ্চলের একটি স্কুলে গুলিতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় দুপুর ১টার দিকে ওরেব্রো শহরের একটি স্কুলে এ ঘটনা ঘটে। শহরটি রাজধানী স্টকহোম থেকে ২০০ কিলোমিটর পশ্চিমে।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাপ্তবয়স্কদের একটি শিক্ষাকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। এর আশেপাশে আরও কয়েকটি শিশুদের স্কুল রয়েছে।

এক বিবৃতিতে স্থানীয় পুলিশ এ ঘটনাকে হত্যার চেষ্টা বলে অভিহিত করেছে। ঘটনাস্থলে জরুরি ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে কাছাকাছি সব স্কুলের শিক্ষার্থীদের ঘরের ভেতরে রেখেছে পুলিশ।

পুলিশ স্থানীয় বাসিন্দাদের দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। পুলিশ বলছে, পাঁচ জনকে গুলি করা হয়েছে সেটি নিশ্চিত। তবে তাদের জখম কতটা গুরুতর সে বিষয়ে স্পষ্ট কিছু এখনও জানা যায়নি।

সুইডেনের আইনমন্ত্রী গুনার স্ট্রোমার এ হামলাকে খুবই গুরুতর বলে বর্ণনা করেছেন। একই সঙ্গে সরকার স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে বলে জানান তিনি।