বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন আরো গতিশীল হচ্ছে। চলমান আন্দোলনের অংশ হিসেবে এবার মশাল মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন, এই ভিসির কাছে আর নিরাপদ নয়। উপাচার্য যদি দ্রুতই পদত্যাগ না করেন, তাহলে আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
রোববার (১১ মে) রাতে ক্যাম্পাসে গ্রান্ডফ্লোর থেকে শুরু হওয়া মশাল মিছিলটি ৩ নম্বর গেট হয়ে ঢাকা-পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ করে।আরো পড়ুন: উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
মিছিল চলাকালে শিক্ষার্থীরা তাদের ক্ষোভ ও দাবি জোরালো কণ্ঠে তুলে ধরেন। ‘একদফা একদাবি ভিসি তুই কবে যাবি’, ‘বারে বারে মামলা এবার গদি সামলা’, ‘ক্যাম্পাস আমার গোল্লায় যায়, দালার ভিসি ঢাকায় রয়, ‘মামলাবাজ ভিসির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘সাত মাস চলে গেলো, উন্নয়নের কি হলো’, ‘স্বৈরাচার ভিসি আর না আর না’, ‘এক দুই তিন চার ভিসি তুই গদি ছাড়’ ইত্যাদি শ্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত হয়।
আন্দোলনকারী শিক্ষার্থী মোকাব্বেল শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, এই বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. শুচিতা শরমিনের কাছে আর নিরাপদ নয়।
শিক্ষার্থীরা প্রতিনিয়ত প্রতিবাদ করে যাচ্ছে। আমরা আজকের এই প্রতিবাদী মিছিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনার যদি ন্যূনতম লজ্জা-শরম থেকে থাকে তাহলে অবিলম্বে পদত্যাগ করুন। শিক্ষার্থীরা আপনাকে আর চায় না।আরেক আন্দোলনকারী সুজয় শুভ বলেন, দীর্ঘদিন ধরে আমরা ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছি। উপাচার্য যদি অতিসত্ত্বর পদত্যাগ না করেন, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, আমরা দীর্ঘদিন ধরে উপাচার্য শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছি, কিন্তু রাষ্ট্র এদিকে কোনো নজর দিচ্ছে না। আগামীকাল আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের মহাসমাবেশ রয়েছে। এরপর আমরা অনশনসহ দক্ষিণবঙ্গ অচল করার মতো কর্মসূচিতে যেতে বাধ্য হবো।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি ও উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরিমনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো সাড়া দেননি।