ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান ও আল-হাদিস বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমানে ওপর হামলার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ শুরু হয়। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশ করে।
মিছিলে শিক্ষার্থীরা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘সন্ত্রাসীদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’, শিক্ষা সন্ত্রাস, এক সঙ্গে চলে না’, ‘দাবি মোদের একটাই, সন্ত্রাসীদের বিচার চাই’, ‘আমাদের আন্দোলন, চলছেই চলবে’, ‘শিক্ষকের ওপর হামলা কেনো, প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন শ্লোগান দেন।
প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, কিছু শিক্ষার্থী আমাদের প্রক্টর ও মোস্তাফিজ স্যারের ওপর সন্ত্রাসী হামলা করেছে। আমরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই। আমরা কোনো সন্ত্রাসীদের ক্যাম্পাসে দেখতে চাই না। গতকালের ঘটনা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি আলোচনার মাধ্যমে সমাধান করেছে। কিন্তু সমাধানের পরেও কিছু শিক্ষার্থী উদ্দেশ্যমূলকভাবে উসকানি দিয়েছে। তারা কাদের কারণে উসকানি দিলো এর জবাব আমরা চাই।
জাস্টিস ফর জুলাইয়ের সদস্য সচিব রেজওয়ান আহমেদ বলেন, গতকালের তুচ্ছ একটি ঘটনার সমাধান তখনই হয়ে গেছে। কিন্তু তার পরেও কিছু শিক্ষার্থী উসকানি দিয়েছে। পরে তারা আমাদের শিক্ষক ও ছাত্রদের ওপর হামলা করেছে। আমরা এই হামলাকারীদের বিচার দাবি করছি।
প্রসঙ্গত, বাসে সিট ধরাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় মারামারির ঘটনা ঘটে। এ সময় মারামারি থামাতে গেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, নিরাপত্তা কর্মকর্তা ও অন্য শিক্ষকেরা আহত হন।