আন্তর্জাতিক নার্স দিবস বয়কট করে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, হামলার বিচার ও ছয় দাবি পূরণ করতে হবে। অপরদিকে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরাও ডিগ্রি সমমানের দাবিতে একই কর্মসূচি পালন করেন। ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেন।
সোমবার দুপুরে নার্সিং কলেজ ও কলেজের সামনের সড়কে দাঁড়িয়ে পৃথকভাবে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
এ সময় নার্সিং কলেজের শিক্ষার্থীরা বলেন, গত ৩০ এপ্রিল থেকে সমগ্র বাংলাদেশের নার্সিংয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রিধারী সরকারি ৩২টি নার্সিং কলেজ এবং বেসরকারি ১৫৪টি নার্সিং কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ ৪ দাবিতে আন্দোলন করছিলো। তবে ৬ মে কর্মসূচি পালন করতে গেলে শিক্ষকদের বাধার মুখে পড়ার পাশাপাশি মারধরের শিকার হন শিক্ষার্থীরা।
এ সময় যতক্ষণ পর্যন্ত না দাবি মানা হবে পাশাপাশি মারধরের ঘটনার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে
যাবার কথা জানান তারা। এছাড়া হামলায় জড়িত শিক্ষকদের বিচারের আওতায় আনা না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দেন তারা।এদিকে নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের দাবিতে আন্তর্জাতিক নার্সেস দিবস বয়কটসহ প্রতিবাদী দিবস ও বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি। দ্রুত তাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন।
বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।