ডিগ্রি পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা | পরীক্ষা নিউজ

ডিগ্রি পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা

২০২৩ খ্রিষ্টাব্দের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রালপলসি) পরীক্ষার্থী থাকলে শর্ত সাপেক্ষে তারা অতিরিক্ত ৩০ মিনিট প্রাপ্য হবেন।

#জাতীয় বিশ্ববিদ্যালয় #পরীক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ খ্রিষ্টাব্দের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার লেখার জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ খ্রিষ্টাব্দের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রালপলসি) পরীক্ষার্থী থাকলে শর্ত সাপেক্ষে তারা অতিরিক্ত ৩০ মিনিট প্রাপ্য হবেন।

অতিরিক্ত ৩০ মিনিট সময় পেতে প্রতিবন্ধী দাবীদার শিক্ষার্থীদের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধী সার্টিফিকেট থাকতে হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ২ দিন আগে অধ্যক্ষ/ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধীদের তথ্য (প্রবেশপএ ও প্রতিবন্ধী সনদের কপি) পরীক্ষা নিয়ন্ত্রক/সংশ্লিষ্ট উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণ করবেন।

বিজ্ঞপ্তিতে প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র পৃথকভাবে সীলগালা করে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ এই ঠিকানায় পাঠাতে হবে বলা হয়েছে। প্যাকেটের উপর প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র লাল কালিতে লিখতে হবে মর্মেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ডিগ্রি পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#জাতীয় বিশ্ববিদ্যালয় #পরীক্ষা