রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজে সাত কলেজের চূড়ান্ত পরীক্ষা চলাকালীন সময়ে হামলার ঘটনায় ওইদিনের অনুষ্ঠিত ঢাবি অধিভুক্ত সাত কলেজে চূড়ান্ত পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। একইসঙ্গে প্রকাশ করা হয়েছে নতুন তারিখ। ফলে গত বছরের ২৪ নভেম্বর শুধুমাত্র সোহরাওয়ার্দী কলেজে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া কবি নজরুল সরকারি কলেজের ১৫টি বিভাগের শিক্ষার্থীদের আবারও নতুন তারিখে পরীক্ষায় অংশ নিতে হবে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩ খ্রিষ্টাব্দের স্নাতক (অনার্স) ১ম বর্ষের ২৪ নভেম্বরের ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ (পত্র কোড : ২১১৫০১) পরীক্ষা চলাকালীন সময়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
যার ফলে ওই কেন্দ্রে অনুষ্ঠিত কবি নজরুল সরকারি কলেজের ১৫টি বিষয়ের পরীক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্থগিত হওয়া ওইদিনের পরীক্ষাটি আগামী ১০ ফেব্রুয়ারি দুপুর সাড়ে বারোটায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত বছরের ২৪ নভেম্বর দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং পূর্ব ঘটনার জেরে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে তাণ্ডব চালায় রাজধানীর প্রায় ৩০টির বেশি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। এতে তখন পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা আহত হয়। কেউই শেষ করতে পারেননি পুরো পরীক্ষা। অনেকের খাতাও ছিঁড়ে ফেলা হয়। আবার কিছু শিক্ষার্থীর খাতা লুট হয়ে যায়। যা পরে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া গেছে। বিশেষ করে বিকেলের দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচেও পাওয়া গেছে কেন্দ্রীয় পরীক্ষার খাতা। এমন অবস্থায় পরে ওইদিনের শুধুমাত্র সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রের পরীক্ষাটি স্থগিত করা হয়।