চলতি শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া মাদরাসা শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে অধিদপ্তর। এ জন্য চলতি শিক্ষাবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে ভর্তির জন্য নির্বাচিত মাদরাসা শিক্ষার্থীদের তথ্য আহ্বান করেছে অধিদপ্তর।
নির্ধারিত ছকে মাদরাসার নাম ও ঠিকানাসহ গুরুত্বপূর্ণ তথ্য সংযুক্ত করে মাদরাসা অধিদপ্তরে পাঠাতে হবে। এ সংক্রান্ত চিঠি সব মাদরাসা অধ্যক্ষকে পাঠানো হয়েছে।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানায়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব স্তরের মাদরাসা থেকে যেসব শিক্ষার্থী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে পাবলিক, প্রকৌশল, বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে তাদের মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে সংবর্ধনা দেয়া হবে।
এমন পরিস্থিতিতে উল্লিখিত ছক অনুযায়ী পাবলিক, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য পাঠানোর জন্য বলা হলে।
যেসব তথ্য পাঠাতে হবে-মাদরাসার নাম ও ঠিকানা, শিক্ষার্থীর নাম ও বাবার নাম, শিক্ষার্থীর মোবাইল নাম্বর, ভর্তি রোল বা রেজি নম্বর, নির্বাচিত প্রতিষ্ঠানের নাম।