এক আসামির জামিন আবেদন মঞ্জুর না করায় আইনজীবীদের তোপের মুখে পড়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. নূরে আলম। বিচারকের অপসারণের দাবিতে সৃষ্ট পরিস্থিতিতে বিচারক বিচারকাজ পরিচালনার জন্য এজলাসে উঠেননি তিনি।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বিচারকের অপসারণ দাবিতে ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেন আইনজীবীরা। এ সময় বিচারক এজলাসে না উঠে খাস কামরায় অবস্থান করেন।
এ বিষয়ে ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. মিরাজ উদ্দিন শিকদার জানান, গত বৃহস্পতিবার এক আসামির জামিন আবেদন মঞ্জুর না করায় উপস্থিত আসামি পক্ষের আইনজীবীরা বিচারককে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় বিচারক এজলাস ত্যাগ করে খাস কামরায় চলে যান।
গতকালও আইনজীবীরা বিক্ষোভ করায় বিব্রতকর পরিস্থিতি এড়াতে বিচারক এজলাসে ওঠেননি। আসামিপক্ষের আইনজীবী শামসুজ্জামান দীপু বলেন, ‘বিচারকের আচরণে সাধারণ আইনজীবীরা ক্ষিপ্ত। এজন্য সাধারণ আইনজীবীরা তার অপসারণ চেয়ে আন্দোলন করছেন।’
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, ‘তার (সাইবার ট্রাইব্যুনালের বিচারক) বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, তিনি আইনজীবীদের মূল্যয়ন করেন না, বিচার প্রাথীদের সঙ্গে খারাপ আচরণ করে বলে শুনেছি। তবে আজকের বয়কট বিষয় আমরা অবগত নই। শুনেছি সাধারণ আইনজীবীরা সাইবার ট্রাইব্যুনাল বয়কট করেছেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্টাফরা জানান, ওই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। তার অনুপস্থিতিতে মামলাটিতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কয়েক দিন আগে তিনি আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। সপ্তাহ ব্যবধানে আবারও তার জামিন চাইলে বিচারক নামঞ্জুর করেন।