দ্রুত মহার্ঘ ভাতা দেয়ারসহ ৭ দফা দাবি জানিয়েছে আন্তবিশ্ববিদ্যালয় কর্মচারীরা। তারা বলছেন, মহার্ঘ ভাতা নিয়ে সরকারের ঘোষণা দ্রুতই বাস্তবায়ন করতে হবে। এছাড়াও ফেব্রুয়ারির মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন কর্মচারীরা।
সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশের (বাআবিকফ) ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তারা।
এ সময় বক্তারা বলেন, বিশেষ মহার্ঘ ভাতা দিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সাত সদস্যের যে কমিটি গঠন হয়েছে তাদের ঘোষণা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারীদের ৭ ফেব্রুয়ারির মহাসমাবেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।
এ ছাড়াও বেতনের বৈষম্য দূর করতে হবে তা না হলে ফ্যাসিস্ট সরকারের সঙ্গ অন্তর্বর্তী সরকারের পার্থক্য থাকবে না বলেও দাবি করেন কর্মচারীরা।