বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন গুচ্ছের ভর্তি পরীক্ষার ববি কেন্দ্রে প্রবেশ করতে পারেননি। তবে শুক্রবার (৯ মে) তিনি গুচ্ছভুক্ত পরীক্ষার অন্য কেন্দ্র বরিশাল সরকারি মহিলা কলেজ পরিদর্শন করেছেন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না বলে ঘোষণা করে তার পদত্যাগের দাবিতে গত চার দিন ধরে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
ববি থেকে পাঠানো বিবৃতিতে জানা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ হাজার ৬১ জন। পরীক্ষা দেখতে সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করছেন ববি উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন।
এ বিষয়ে জানতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন ও প্রক্টর ড. সোনিয়া খান সনিকে একাধিকবার ফোন করা হলেও তারা কোনো সাড়া দেননি।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।