হাজী আহমাদ আলী কামিল মাদরাসায় পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি
সিরাজগঞ্জ জেলা সদরের প্রাচীনতম কামিল মাদরাসায় সরকারি ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের বিধিমতে শূন্য ও সৃষ্টপদে ১ জন উপাধ্যক্ষ, ২ জন মুহাদ্দিস, ১ জন ল্যাব ল্যাব সহকারী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি), ১ জন নিরাপত্তাকর্মী ও ১ জন আয়া নিয়োগ দেয়া হবে।