১০০ ভাগ সাদা মনের মানুষ, আব্দুল মান্নান স্যারের তুলনা হয় না। মান্নান স্যার বলেন, "আনুষ্ঠানিকভাবে ২০০২ খ্রিষ্টাব্দে অবসর নিয়েছি। তবে মাদরাসার মায়া, শিক্ষার্থীদের মায়া আমাকে অবসর দেয়নি। বাড়িতে মন টেকে না। তাই মাদরাসায় এসে শিক্ষার্থীদের ক্লাস নিই।" কি চমৎকার, কতো দরদী মানুষ। -এতো ভালো হয় কি মানুষ ..... ?
জানা যায়, আব্দুল মান্নান স্যারের ছেলে-মেয়েরা এখন সবাই প্রতিষ্ঠিত। এমন বাবার সন্তানেরা সবাই প্রতিষ্ঠিত হবেন-এটাইতো স্বাভাবিক। অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন মান্নান স্যার।
MD.EDRISH ALI, ০৭ সেপ্টেম্বর, ২০২০
আহ কি চমৎকার!সারা জীবন সম্মানী বেতন না নিয়ে পাঠদান করিয়েছেন!এতে অনেকেই হয়তো আব্দুল মান্নান স্যারকে অভীনন্দ জানাবেন|কিন্তু তিনি কিভাবে এই জীবন সংসার পরিবার চালিয়েছেন সেই বিষয়টি হয়তো আমরা অনেকেই বলতে ভুলে গিয়েছি!যাই হোক স্যারের সংসারের আর্থিক অবস্থা হয়তো ভালো ছিলো তাই তিনি জীবনে পারি জমাতে পারলেন|যাদের জীবনে একটু থাকার মতো বাড়িভিটা নাই পরোনের কাপড়,ঔষধ ক্রয় করার মতো সম্ভল পর্যন্ত নাই তাদের অবস্থান কোথায়?জাতির বিবেকের ঘুম কখোন বাঙ্গবে কে জানে?সারা জীবন এই ভাবে চলতে পারে কি?