মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

ফজলুর রহমান, ০৯ জানুয়ারি, ২০২২
বদলী প্রত্যাশী শিক্ষকের সভপতি মো. গৌতম কুমার।
Mizanur rahman, ০৯ জানুয়ারি, ২০২২
একদফ এক দাবী জাতীয়করণ চাই। শিক্ষকদের দেখার কেও নাই। শুধু হাত ধুয়ে দেয়। ১০০০ টাকা ঘর ভাড়া কোথায় আছে? ৫০০ টাকা মেডিকেল খরচ কোথায় আছে?
Hasinur rahman, ০৯ জানুয়ারি, ২০২২
জনগণের টাকা দিয়ে যদি মন্ত্রী-মিনিস্টার ঢাকা শহরে বড় বড় মেনশন তৈরি করতে পারে ,সেখান থেকে সামান্য কিছু টাকা সেভ করতে পারলেই মানুষ গড়ার কারিগর জাতির বিবেক শিক্ষক সমাজকে জাতীয়করণের আওতায় আনা মাননীয় মন্ত্রী ভাবলে অতি সহজেই করতে পারেন ,সেখানে এত অনুরোধ এত কাকুতি-মিনতি তারপরেও চোখটা তুলে পর্যন্ত তাকায় না অথচ বেসরকারি শিক্ষকদের পরবর্তী জীবন যে কত নিষ্ঠুর ,একবারও তারা ভাবে না, বেসরকারি শিক্ষকদের অনেকে বেকার জীবন টাকে সমাজের কাছে বোঝা স্বরূপ ,অবসরপ্রাপ্ত এমন অনেক শিক্ষক আছে ,যারা বয়স্ক ভাতা নিয়ে জীবন যাপন করছেন ,হায়রে শিক্ষকরা কি পেল জীবনে !তাই আমরা এবার ঐক্যবদ্ধ হয়েছে এবং সবারই একই স্লোগান হবে এবারের সংগ্রাম জাতীয়করণ করার সংগ্রাম ,এবারের সংগ্রাম বৈষম্য দূর করার সংগ্রাম¡
Hasinur rahman, ০৯ জানুয়ারি, ২০২২
জাগো অবহেলিত নির্যাতিত-নিপীড়িত মাধ্যমিক স্তরের শিক্ষক সমাজ দীর্ঘদিনের বৈষম্য দূর করে স্লোগান তুলুন এবারের সংগ্রাম শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের সংগ্রাম এক দফা এক দাবি আমরা সবাই জাতীয়করণ চাই দাবি আদায়ে আমরা কখনো আর কারো কাছে মাথা নত করব না এবারের সংগ্রাম জাতীয়করণ দাবির সংগ্রাম