মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Hasinur rahman, ১৩ জানুয়ারি, ২০২২
হায়রে 30 লক্ষ মা-বোনের ইজ্জত ও হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের এই স্বাধীন বাংলাদেশ আমাদের স্বাধীনতা নেই আছে পরাধীনতা আমরা এখনো অন্যের মুখাপেক্ষী আমাদের ন্যুনতম মৌলিক চাহিদাগুলো এখন পর্যন্ত পূরণ হলো না সৃষ্টি হলো স্বাধীন জাতির মধ্যে বৈষম্যতা কেউ থাকে গাছ তলায় আবার কেউ থাকে সাত তলায় বিশাল অট্টালিকা মাথায় অথচ গ্রামের দারিদ্র্যক্লিষ্ট মানুষের প্রচেষ্টায় 10 তলায় বসবাসরত মন্ত্রী মিনিস্টার দের খাদ্য জোগায় অথচ তাদের কথা একবারও নিয়ে আসে না তাদের মাথায় যে টাকা দিয়ে তারা দামি দামি সিগারেট কিনে ধোঁয়া ছড়িয়ে এবং রূপচর্চা করে সেটার সামান্য অংশ যদি এই অসহায় শিক্ষকদের মাঝে দিয়ে দেয় কোন কমতি হবে না তাদের উপকৃত হবে অভাবগ্রস্ত এই শিক্ষক সমাজ
Hasinur rahman, ১১ জানুয়ারি, ২০২২
6 বছরের মনি আমার ডেকে বলে বাবা তোমার এতো অভাব কেন এখনো তুমি ভাড়া বাসায় থাকো কেন তোমার কি জমিজমা নাই তাহলে তুমি আমাদের কিভাবে পড়ালেখা শেখাবে তোমার চাকরি যদি শেষ হয়ে যায় তখন তুমি কি করবে তার উত্তরে শুধু এটুকুই বলেছিলাম বাবা রিজিকের মালিক আল্লাহ দেখি মাননীয় মন্ত্রী যদি আমাদের দিকে চোখ তুলে তাকায়
Hasinur rahman, ১১ জানুয়ারি, ২০২২
মাননীয় মন্ত্রী যদি শিক্ষকের কাছ থেকে শিক্ষা অর্জন করে আজকে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন এবং এর গুরুত্ব যদি বোঝেন তাহলে অবশ্যই তিনি শিক্ষকদের বর্তমান অবস্থা ও অবসর গ্রহণের পরের অবস্থা ভেবে শিক্ষকদের সমাবেশে এসে জাতীয়করণের ঘোষণা দিবেন ইনশাআল্লাহ
Mizanur rahman, ১১ জানুয়ারি, ২০২২
ইতোমধ্যে দৈনিক শিক্ষাডটকম এর মাধ্যমে আমরা অনেক কিছুই পেয়েছি। শোকরিয়া, আশা করি দৈনিক শিক্ষাডটকম যদি আমাদের পাশে দাড়ায় তাহলে আমরা সফল হবো ইনশাআল্লাহ। জাতীয়করণ হলে শিক্ষকদের ইজ্জত রক্ষা পাবে। ঈদ বোনাস,চিকিৎসাভাতা,বাড়ি ভাড়া ইত্যাদি প্রায় সকল ক্ষেত্রেই বৈষম্য। বর্তমানে বাজারের অবস্থা বিবেচনা করলেই দেখা যায় একজন শিক্ষক কতটুকু কষ্টে আছে যা ভাষায় প্রকাশ করা যায় না। মহান আল্লাহ দয়া করুন।
Mizanur rahman, ১০ জানুয়ারি, ২০২২
মাদরাসাসহ সকল mpo প্রতিষ্ঠান সরকারীকরণ চাই। আর বৈষম্য চাই না। আল্লাহ কবুল করুন। ইজ্জত রক্ষা করুন।
পলাশ চন্দ্র বর্মন, ১০ জানুয়ারি, ২০২২
মাননীয় প্রধান মন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা মহোদ্বয়ের কাছে আকুল আবেদন এবং মনের ও প্রাণের দাবি ,শিক্ষক সমাজের এই বৈষম্য (সরকারি/বেসরকারি) আপনি দেশ থেকে তুলে দিন।সকল শিক্ষক সমাজ একই কাতারে নিয়ে আসুন।
Md Jahir Uddin, ১০ জানুয়ারি, ২০২২
ধন্যবাদ নিউজটি প্রচারের জন্য। শিক্ষক ডট কম পাশে থাকলে ইতিবাচক কিছু আশা করা যায়। আমার মনে হয় প্রধানমন্ত্রী জানেন না শিক্ষকদের বাড়ি ভাড়া, বোনাসের খবর, জানেন না শিক্ষকদের প্রতি অশিক্ষিতদের প্রভাব বিস্তার।
Md. Jahidul Islam, ১০ জানুয়ারি, ২০২২
জাতীয়করনের বিষয়টি হেড লাইন হিসাবে দিলে আমরা খুশি হতাম
Tabiatkowser, ১০ জানুয়ারি, ২০২২
সম্মানিত শিক্ষক বন্ধুরা। শীতের এই কনকনে মৃদু ঠান্ডা হাওয়ায় আপনারা কষ্ট করে রাজপথে আন্দোলন চালিয়ে যান । আমরা আপনাদের আন্দোলনের ফসল এর দিকে তাকিয়ে আছি। আর দয়া করে আপনাদের আন্দোলনের ফল আসবে কিনা তা আমাদেরকে জানাবেন।
Asstt. Professor Obydul Haque, ১০ জানুয়ারি, ২০২২
মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী ইচ্ছাই পারে এমপিও কলেজ ও স্কুল সরকারি করতে।
Asstt. Professor Obydul Haque, ১০ জানুয়ারি, ২০২২
মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী ইচ্ছাই পারে এমপিও কলেজ ও স্কুল সরকারি করতে।