কারিগরি শিক্ষার উন্নতির জন্য মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ। লক্ষ্য যদি কারিগরি শিক্ষার উন্নতি হয় তবে বর্তমান শিক্ষানিতীমালা থেকে সহকারি শিক্ষক (টেকনিক্যাল) পদটি বাদ দিয়ে দেওয়া হল, যার দরুন সদ্য জাতীয়করনকৃত বিদ্যালয়গুলির বর্তমান বেশ কয়েকটি বিদ্যালয়ে ভোকেশনাল শাখার ট্রেড ইন্সট্রাক্টরদের জাতীয়করন আটকা পরেছে? এই ব্যাপারটি বোধগম্য হল না।