মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

towhid, ২৪ জানুয়ারি, ২০২২
we are proud of our educated unemployment people whose are seeking idle job.
MD. MASUD RANA, ২৩ জানুয়ারি, ২০২২
We want appointment from 2nd panel in 3rd public cycle.
MD. MASUD RANA, ২২ জানুয়ারি, ২০২২
তৃতীয় চক্রে ২য় মেরিট থেকে নিয়োগ চাই। ২য় মেরিট থেকে নিয়োগ না দিলে অনেকের জীবন বেকারত্বের অভিশাপে ছারকার হয়ে যাবে। এন.টি.আর. সি. এ, আপনারাও তো মানুষ, মানুষ হয়ে মানবিক দৃষ্টিকোন থেকে ভাবুন যে, বেকারত্বের কষাঘাত এর অনুভুতিটা কিরকম হয়; এর যন্ত্রনা কতটা তীব্র তা বোঝাবার মত ভাষা মনের সেই কষ্টের জায়গাটাতে ছটপট করে। সর্বশেষ, সবাইকে প্যানেল ভিত্তিক নিয়োগ চাই-এটা সময়ের সেরা দাবি।
MD. MASUD RANA, ২২ জানুয়ারি, ২০২২
তৃতীয় চক্রে ২য় মেরিট থেকে নিয়োগ চাই। ২য় মেরিট থেকে নিয়োগ না দিলে অনেকের জীবন বেকারত্বের অভিশাপে ছারকার হয়ে যাবে। এন.টি.আর. সি. এ, আপনারাও তো মানুষ, মানুষ হয়ে মানবিক দৃষ্টিকোন থেকে ভাবুন যে, বেকারত্বের কষাঘাত এর অনুভুতিটা কিরকম হয়; এর যন্ত্রনা কতটা তীব্র তা বোঝাবার মত ভাষা মনের সেই কষ্টের জায়গাটাতে ছটপট করে। সর্বশেষ, সবাইকে প্যানেল ভিত্তিক নিয়োগ চাই-এটা সময়ের সেরা দাবি।
kartik sarkar, ২১ জানুয়ারি, ২০২২
২য় মেরিট থেকে তৃতীয় চক্রে নিয়োগ চাই। পরবর্তীতে সবাইকে প্যানেল ভিত্তিক নিয়োগ চাই-এটা সময়ের সেরা দাবি।
MD.AMINUL ISLAM, ২১ জানুয়ারি, ২০২২
দৈনিক শিক্ষা পরিবার কে ধন্যবাদ।সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের এমপিও করতে কোন কোন কাগজ পত্র লাগবে তা দৈনিক শিক্ষার মাধ্যমে প্রকাশ করার অনুরোধ করছি।যারা ইনডেক্স দিয়ে আবেদন করেছেন অথবা যারা তৃতীয় গণ বিজ্ঞপ্তিতে আবেদন করার পর ইনডেক্স পেয়েছেন তাদের নতুন প্রতিষ্ঠানে যোগদান করে এমপিও আবেদন করলে পৃর্বের ইনডেক্স বহাল থাকবে কি? না নতুন করে এমপি আবেদন করে ইনডেক্স নিতে হবে। নতুন প্রতিষ্ঠানে যোগদান করতে পূর্বের প্রতিষ্ঠানের ছাড়পত্র লাগবে কিনা।