মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Manik005, ৩০ জানুয়ারি, ২০২২
আমি জানতে চাই যদি প্রতিষ্ঠান প্রধানের ভূল চাহিদার কারনে, যোগদান না করা যায় তাহলে করনিয় কি?
ফজলুর রহমান, ২৮ জানুয়ারি, ২০২২
সুপারিশ প্রাপ্তদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে যোগদান করিয়ে কোন ফাইল পাঠানো ছাড়াই যোগদানের দিন থেকে স্বয়ংক্রিয়ভাবে এমপিওভুক্ত করা উচিৎ।
Md. Hekmat Ali, ২৬ জানুয়ারি, ২০২২
কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কে বিনীত নিবেদন জানাচ্ছি যে, যাতে সুপারশিপ্রাপ্ত শিক্ষককে কোনো ভাবে টাকা-পয়সার জন্য অথবা অন্য কোনোভাবে যেনো হয়রানি না করতে পারে তার জন্য দ্রুত সমাধান কামনা করছি।
KHADIZATUL KOBRA, ২৬ জানুয়ারি, ২০২২
এ হয়রানি থেকে মুক্তির একমাত্র পথ ntrca সরাসরি শিক্ষকদের mpo ভুক্তকরন করেই নিয়োগ দিবে। শিক্ষকদের যেন সভাপতির স্বাক্ষর নিয়ে নতুন করে ফাইল না পাঠাতে হয়, দৈনিক শিক্ষার মাধ্যমে সে আবেদন জানাচ্ছি।
Moniruzzaman Moral, ২৬ জানুয়ারি, ২০২২
This is the barning issued
MD. Mokhlaser Rahman, ২৬ জানুয়ারি, ২০২২
দৈনিক শিক্ষা আসলেই মাজলুম ও নির্যাতিত মানুষের হ্রদয়ের কথা বলেন। ধন্যবাদ
Mohammad Shahjahan, ২৬ জানুয়ারি, ২০২২
কাঞ্চনা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসা, সাতকানিয়া, চট্টগ্রাম -এ Arabic-College, subject code- 426 বিষয়ে প্রভাষক পদে নিবন্ধন নিয়ে Arabic-Madrasha, subject code- 429 বিষয়ে mpo ভোগ করতেছে। এক বিষয়ে নিবন্ধন নিয়ে অন্য বিষয়ে চাকরি করা সম্ভব?
মোঃ মঞ্জুর মোর্শেদ, ২৬ জানুয়ারি, ২০২২
ঐ সমস্ত প্রতিষ্ঠান প্রধান ও সভপতির বিরুদ্ধে কথা বলতে গেলে শিক্ষকরা নানা ভাবে হয়রানির শিকার হন। শিক্ষা প্রতিষ্ঠানকে দুষণমুক্ত করতে প্রতিষ্ঠান প্রধানের বদলি প্রক্রিয়া (এক বছর অন্তর) জরুরী।এবং একজন সভাপতি এক বছরের বেশি একই প্রতিষ্ঠানে সভাপতি হতে পারবে না এমন বিধি থাকা দরকার।