মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md. Arifur Rahman, ০৪ ফেব্রুয়ারি, ২০২২
ভি- রোল না পাঠানো পদে ২য় মেরিট লিস্ট চাই, আমরা ভি-রোল না পাঠানো পদে ভিন্ন কোনো পরিকল্পনা চাই না, ২য় মেরিট লিস্ট চাই।
MD. MASUD RANA, ০১ ফেব্রুয়ারি, ২০২২
আবেদন করে রাখা প্রার্থীদের দ্বিতীয় মেধাতালিকা করে নিয়োগ সুপারিশ করা হবে, জেনে খুশি হলাম, এ জন্য এনটিআরসিএ কে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাই। তবে এই মুহূর্তে চতুর্থ গণবিজ্ঞপ্তি দিলে একইসাথে দুইটি সমস্যার সমাধান হব। একঃ- দুইবার আলাদা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করার দরকার হবে না। দুইঃ- একইসাথে আবেদন না করা পদগুলোর জন্য শর্তসাপেক্ষে যাদের আবেদন করতে বলা হয়েছে শুধু সেইসব প্রার্থীরাই আবেদন করতে পারবে, কেননা ঐ পদগুলোতে জেনে শুনে সাধরণ প্রার্থীরা আবেদন করতে পারবে না। তাহলে আর কোন সমস্যা হবে না। তাই বিশেষ গণবিজ্ঞপ্তি চাইনা। দুই মাস দেরি হলেও নতুন ই-রিকুইজেশন নিয়ে চতুর্থ গণবিজ্ঞপ্তি দিতে হবে।
MD. MASUD RANA, ০১ ফেব্রুয়ারি, ২০২২
এই মুহূর্তে চতুর্থ গণবিজ্ঞপ্তি দিলে একইসাথে দুইটি সমস্যার সমাধান হব। একঃ- দুইবার আলাদা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করার দরকার হবে না। দুইঃ- একইসাথে আবেদন না করা পদগুলোর জন্য শর্তসাপেক্ষে যাদের আবেদন করতে বলা হয়েছে শুধু সেইসব প্রার্থীরাই আবেদন করতে পারবে, কেননা ঐ পদগুলোতে জেনে শুনে সাধরণ প্রার্থীরা আবেদন করতে পারবে না। তাহলে আর কোন সমস্যা হবে না। তাই বিশেষ গণবিজ্ঞপ্তি চাইনা। দুই মাস দেরি হলেও নতুন ই-রিকুইজেশন নিয়ে চতুর্থ গণবিজ্ঞপ্তি দিতে হবে।
মোঃমিজানুর রহমান চৌধুরী, ৩১ জানুয়ারি, ২০২২
চতুর্থ গণসার্কুলারে মাদরাসার,, এবতেদায়ী প্রধান,,,পদটি উল্লেখ করতে হবে গতটাতে হয় নাই
Uddin Md.Jasim, ৩১ জানুয়ারি, ২০২২
দ্রুত চতুর্থ গণবিজ্ঞপ্তি চাই।
Uddin Md.Jasim, ৩১ জানুয়ারি, ২০২২
বিশেষ গণবিজ্ঞপ্তি চাইনা।নতুন ই-রিকুইজেশন নিয়ে চতুর্থ গণবিজ্ঞপ্তি দিতে হবে।