মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md. Iqbal Hossain, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
বিজ্ঞান বিষয়টি মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের। আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি বিজ্ঞান বিভাগে। আমার প্রশ্ন হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় যদি পরীক্ষা না হয় তাহলে বিজ্ঞান বিষয়টির পরীক্ষা না নিলেও ত চলে।
মখলেচুর রহমান মিজান, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
এইচএসসির আইসিটির সিলেবাস এর সাথে জেএসসি ও এসএসসির আইসিটি এর সিলেবাস আকাশ পাতাল পার্থক্য। ফলে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্ট দিলে এইচএসসির আইসিটিতে প্রায় শতভাগ শিক্ষার্থী A+পেয়ে যায়। কিন্তু তাদের সঠিক শিখনফল অর্জন এইচএসসির সিলেবাস অনুসারে শুন্য থেকে যায়, কারন এইচএসসি তে যে সিলেবাস তা উচ্চ শিক্ষার যেমন CSE, EEE, ICT বিষয়ে যে অনার্স পড়ানো হয় তা থেকে সংক্ষিপ্ত আকারে সিলেবাস তৈরি করা এবং যুগের সাথে তাল মিলিয়ে সিলেবাস তৈরি করা। যার শিখনফল অর্জন করলে একজন শিক্ষার্থী তার ভবিষ্যৎ আইটি ক্ষেত্রের প্রয়োগে চলতে পারে। এজন্য জেএসসি ও এসএসসি সাবজেক্ট ম্যাপিং থেকে নম্বর নিয়ে রেজাল্ট না দিয়ে অন্তত বিজ্ঞানের একটি পত্রের ন্যায় ৪৫ নম্বরের পরীক্ষা এইচএসসির আইসিটিতে গ্রহন করলে সঠিক মুল্যায়ন হবে বলে মনে করি।
Md. Enamul Hoq, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে,বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা হবে না,তাহলে মানবিক ও বানিজ্য বিভাগের পরীক্ষার্থীদের বিজ্ঞান পরীক্ষা টা কি হবে? প্লিজ একটু দ্রুত রিপ্লাই দিবেন?