মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Mizan, ২৩ মার্চ, ২০২২
আইসিটি শিক্ষক পদে নিবন্ধিত প্রার্থীদের বাদ দিয়ে অন্য বিষয়ের শিক্ষকদের নিয়োগ দেয়া যেতে পারে এতে কোন আইনি জটিলতা থাকার কথা না ৷
NUR MOHAMMAD, ২২ মার্চ, ২০২২
আল্লাহ তায়ালা এসবের সঠিক সমাধান দিন, আমিন।
NUR MOHAMMAD, ২২ মার্চ, ২০২২
ছয় মাসের ডিপ্লোমায় আইসিটি নিবন্ধন ধারীদের শর্তসাপেক্ষ চাকুরী দিতে পারে। যে আপনার চাকুরী পাবেন কিন্তু এমপিও পাবেন না যতদিন পর্যন্ত এক বছর মেয়াদি এ্যাডভান্সড আইসিটি কোর্সের সার্টিফিকেট জমা না দিবেন সার্টিফিকেট জমা দিলে এমপিও হবে।এতে 2021সালের এমপিও নীতিমাল সাথে মিল থাকে। মামলার চেয়ে সঠিক সমাধান।
NUR MOHAMMAD, ২১ মার্চ, ২০২২
ছয় মাস মেয়াদি আইসিটি ডিপ্লোমা নিবন্ধন প্রার্থীদের এই শর্তে নিয়োগ দেওয়া হোক যে আপনারা নিয়োগ পাবেন কিন্তু যতদিন এক বছর মেয়াদি এ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স আইসিটি সার্টিফিকে জমা না দিবেন ততদিন এমপিও হবে না এ শর্ত অনুযায়ী 2021 সালের এমপিও নীতিমালা সাথে মিল থাকবে বলে আশা রাখছি ইনশাল্লাহ।