মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

tapon mondal, ২৬ মার্চ, ২০২২
এধরনের অভিযোগ থানা পর্য ায়ের অফিসারদের বিরুদ্ধেও আছে । কিন্তু বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে বড় কর্তাদের সন্তুষ্ট করে তারা অভিযোগ থেকে পার পেয়ে যাচ্ছেন । পরবর্তীতে ঘুসের মাত্রা বাড়িয়ে দিচ্ছেন ।
মোঃ সিদ্দিকুর রহমান, ২৬ মার্চ, ২০২২
আমিও একটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। আমার স্কুলে ২০১৭ সালে ঐই কর্মকর্তা অডিটে এসেছিলেন। উনি টাকার জন্য প্রায় তিন মাস ফোন করেছিলেন। তবু্ও আমরা তাকে কোন টাকা দিলাম না। ফোলে আমাদের ছয়জনের বিভিন্ন ইসুতে রিপোর্ট করেন। যার কোন ভিত্তি নেই। আমরা যথাযথ উত্তর দিলাম। আজ পর্যন্ত কোন সমস্যা হয়নি। সরকারি কোনো কর্মকর্তার ঘুষ প্রমাণিত হলে তাকে মৃত্যু দণ্ডে দণ্ডিত করা উচিত।
Hasinur rahman, ২৫ মার্চ, ২০২২
এরা হলেন শিক্ষিত ডাকাত আগের ডাকাতেরা পেটের খিদায় ডাকাতি করতো বড়লোকের বাড়িতে এখন শিক্ষিত ডাকাতেরা ডাকাতি করছেন গরীব অসহায় সাধারণ মানুষের কাছ থেকে ঘরে তুলছেন ঢাকা শহরে বড় বড় অট্টালিকা এইজন্যই তো বঙ্গবন্ধু দেশটাকে স্বাধীন করেছে চুরি করে ডাকাতি করো ঘুষ খাও বড় বড় বাড়ি বানাও
MD. ABU TAYEF SARKER, ২৪ মার্চ, ২০২২
কার এত্তবড্ড সাহস হুস থাকবেনা আকাশ দিয়ে টাকা উড়ে যাবে। তবে সত্যি কথা আমি একজন শিক্ষক ছিলাম আমার বিশ্বাস আমরা শিক্ষিত নামের কলংক যদি আমরা সামান্য একটু নীতিতে অবস্থান করতাম তাহলেতো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হত
Hasinur rahman, ২৪ মার্চ, ২০২২
এরা অডিট করে অনলাইনে আর দুর্নীতি করে অফলাইনে সাধারণ মানুষের কাছ থেকে টাকাগুলো লুটেপুটে নিয়ে ঢাকায় বড় বড় বাড়ি করছেন আর এরা সাহেব নামে পরিচিত কার টাকায় আপনি সাহেব নিজে কে বানিয়েছেন নিজের চাকুরীর টাকা দিয়ে গাড়ি বানানো তো দেখি কেমন বাপের ব্যাটা দুর্নীতি ছেড়ে দিন নামাজ পড়েন আল্লাহর রাসূলের আদর্শ মেনে চলুন ভালো হয়ে যাবেন
মোঃ মঞ্জুর মোর্শেদ, ২৪ মার্চ, ২০২২
যশোর, মণিরামপুর বর্তমানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অডিট হচ্ছে সেই সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের এক মাসের বেতন এবং কম্পিউটার শিক্ষকদের কাছ থেকে ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত দিতে বাধ্য করা হচ্ছে।
মো: রমজান আলী, ২৪ মার্চ, ২০২২
প্রতি প্রতিষ্ঠান এক এমপিও দিতে হয়।এটা প্রকাশ্য।তাই তাদের অবৈধ সম্পদের প্রমাণ খুজার দরকার নেই।এমনিতেই তা প্রমাণি।