মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোহাম্মদ মুছা শিক্ষক হুলাইন হযরত এয়াছিন আঃ হাঃ আঃ সিনিয়র মাদ্রসা, ০৩ এপ্রিল, ২০২২
মানবিক দিক বিবেচনা করে এই অসহ্য গরমে একটানা প্রায় ১৪ ঘণ্টা রোজা রেখে শ্রেণিকার্যক্রম পরিচালনা করা খুবই কষ্টকর। তদুপরি মাদ্রাসার অধিকাংশ শিক্ষক ও ছাএ ইমামতি ও খতমতারাবির ইমামতির দায়িত্ব ও পালন করে থাকেন। সর্বোপরি যারা সারাদিন রোজা রেখে, খতমতারাবি সহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেন, তাদের পক্ষে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করে পাঠদান করা খুবই কষ্টকর এবং অমানবিক। সুতরাং শিক্ষক ও ছাএছাএীদের সিয়াম সাধনার কষ্টগুলো অনুধাবনপূর্বক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার জন্য মাননীয় শিক্ষা মন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করছি।
Badrujjaman Bokshi, ০২ এপ্রিল, ২০২২
রমযানে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হোক!
DELOWAR HOSSAIN, ০২ এপ্রিল, ২০২২
বন্ধের সাথে শতভাগ বোনাস চাই।