মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MD.EDRISH ALI, ১৮ এপ্রিল, ২০২২
করোনা ভাইরাসের মহামারীর জন্য সমস্ত স্বীকৃত স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে একযোগে এমপিওভুক্ত করার জন্য বিনীত অনুরোধ করছি কারণ এই মহামারীর মধ্যে সমস্ত কোটা পূরণ করা কোন কলেজের পক্ষে কি আদৌ সম্ভব তাহলে এই করোনা পরিস্থিতির মধ্যে স্বীকৃতি প্রাপ্ত সকল প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারীদের কর্মচারীবৃন্দের আর্থিক ও সামাজিক অবস্থা এবং তাদের পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে এমপিও ঘোষণা দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর এক যুগান্তকারী পদক্ষেপ হবে আশায় রইলাম
MD.EDRISH ALI, ১৮ এপ্রিল, ২০২২
নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তির করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে দেখা যায় যে তিনটি বিভাগ রয়েছে মানবিক বিজ্ঞান ও ব্যবসায় তাহলে যদি একটিতে কাম্য সংখ্যা থাকে এবং যোগ্য বিবেচিত হয় তাহলে অনন্য দুইটির কারণে একটি বিভাগ এমপিও হওয়া থেকে বঞ্চিত হলে তাদের প্রতি অবিচার করা হয় কিনা উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু ভেবে দেখেন এদের জীবনটা কতটা নিম্নমানের
MD.EDRISH ALI, ১৮ এপ্রিল, ২০২২
বেকার ভাতা চালু হলে সর্বপ্রথম পাওয়ার উপযুক্ত ব্যক্তিরা হলেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী তাদের যুগ যুগ ধরে অবহেলিত মানবেতর জীবনযাপনের মানে বোঝা যায় তাদের অবস্থা সামাজিক রাষ্ট্রীয় এবং পারিবারিক কবরস্থানে তারা আছে তাদের অবস্থা দেখে মনে হয় তারা ভিন্ন গ্রহের প্রাণী তাই আপনাদের নিকট আকুল আবেদন আপনারা এই অসহায় মানুষগুলোর তালিকার সর্বপ্রথম বেকারদের নাম অন্তর্ভুক্ত করবেন আশা করি
MD.EDRISH ALI, ১৮ এপ্রিল, ২০২২
বেকার ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে তা ভালো কিন্তু যারা যুগ যুগ ধরে অবহেলিত নন এমপিও প্রতিষ্ঠান বেকার হয়ে জীবনযাপন করছেন তাদের কি হবে আজব দেশের আজব নীতি রোহিঙ্গাদের চেয়ে এদের অবস্থা খারাপ তাহলে এরা যাবে কোথায় দেখার কেউ নেই বেকার ভাতা দিলে সর্বপ্রথম নন এমপিও প্রতিষ্ঠানের শিক্ষকদের কর্মচারীদের দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয় আপনাদের শুভদৃষ্টি কামনা করছি ইতি ভুক্তভোগী পরিবারের একজন
MD.EDRISH ALI, ১৫ এপ্রিল, ২০২২
Baker bata challu Korea tor Jore hossa r juk par holaw non mpo hazaro protishtan a koto sir madam rohingar dar nimrod maner jibon japon Koresen tader dasher moto choke nai upon monomer!!!!!!!!!!!!!!
mdkamruggaman, ১৫ এপ্রিল, ২০২২
মাননীয় শিক্ষা মহোদয়ের দৃষ্টিআকর্ষণ করে লিখছি নতুন প্রতিষ্ঠান এমপিওর জন্য প্রণীত গত নীতিমালায় শহরেও ৭০% মফস্বলেও ৭০% ফলাফল চাওয়া হয়েছিল। এটা কী মহা জুলুম ছিলনা মফস্বলের প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের উপর? যা পরবর্তী নীতিমালা করতে গিয়ে ধরা পড়েছে। আর বর্তমান নীতিমালায় পূরাতন ও নতুন শাখার তিন বছরের গড় চাওয়া কী আরেকটা মহা জুলুম নয়?
mdkamruggaman, ১৫ এপ্রিল, ২০২২
প্রাতিষ্ঠানিক এমপিওর যাচাই বাচাই কমিটির সকল সদস্যবৃন্দের নিকট আকুল আবেদন যেসব উচচ মাধ্যমিক কলেজে তিনটি শাখার মধ্যে মূল শাখাটি যোগ্য তা যেন এমপিও ভূক্ত হয়। কারন অনেক কলেজে শাখা দুটি নতুন। নতুন শাখার জন্য যেন ২০ থেকে ২৫ বছর আগের শিক্ষক কর্মচারীগণ অভিশপ্ত না হয়।
পিয়াল সরকার, ০৭ এপ্রিল, ২০২২
যোগ্য প্রতিষ্ঠান এম পি ও বঞ্চিত হলে তা হবে খুবই দুঃখজনক। বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে স্তর পরিবর্তন । কারন এখানে বাকী আছে মাত্র দুজন শিক্ষক। অত্যান্ত অমানবিক ও অসহনীয় কষ্টে এরা দিনাতিপাত করছে। চোখের সামনে একদল শিক্ষক তাদের বেতন উত্তোলন করছে অথচ সমপরিমান পরিশ্রম করে তারা ২০-২৫ বছর বিনা বেতনে শ্রম দিয়ে যাচ্ছে। আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের দয়াকরে এই অভিশাপ থেকে মুক্তিদিন।
Md.shariful islam, ০৬ এপ্রিল, ২০২২
জনাব ফৌজিয়া জাফরিন মহোদয় প্রভাষকদের পদোন্নতির রুপরেখা তৈরী করতে আর কতকাল সময় নিবেন,জানালে ভালো হতো