মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MD, ১১ এপ্রিল, ২০২২
১০০% সঠিক খবর। আমার প্রতিষ্ঠানের গনিত শিক্ষকের ১০ বছর পার হয়ে ১৩ বছরে পা দিয়েছেন কিন্তু টাইমস্কেলের মুখ এখনও দেখেন নি। কারন একটা দেখিয়ে ৩ বার রিজেক্ট করেছে। পদবি সংশোধন করতে হবে। আমাদের সহকারি শিক্ষক গনিত নিয়োগ পেয়ে ১৩ বছর চাকরি করছে ইনার পদবি AM আছে এ। এখন মাদ্রাসা অধিদপ্তর বলছে AM তে সহকারী মৌলভী। তাই সংশোধন করতে হবে। প্রশ্ন তাহলে বিএড স্কেল কেন দিল বা এতদিন কেন বলল না। যখন EMIS cell ছিল তখন AM= Assistant Teacher Mathematics বুঝাত কিন্তু এখন MEMIS বলছে উল্টো কথা। এটার দায়ভার কার? তিন বার আবেদন করার পর সহকারী প্রোগ্রামার নামে একই নাম্বার থেকে কল আসে বলে পদবি সংশোধন করতে হবে।২০০০০ বিশ হাজার টাকা পাঠালে আজকেই কাজটা হবে। তাহলে এই ব্যাক্তি কে এবং কিভাবে জানতে পারল যে টাইমস্কেলের জন্য আবেদন করেছিলাম?
Md. Abul Kalam Azad, ১০ এপ্রিল, ২০২২
"এ যে দেখছি মরার পরে, খাড়ার ঘা"- পঁয়ত্রিশোর্ধ্ব প্রার্থী যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের MPO জটিলতা ঈদের আগেই নিরসনে কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষন করছি।