মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md Abdur Razzak, ১৫ এপ্রিল, ২০২২
Amader dekew emon hosse
এম এইচ রহমান, ১৫ এপ্রিল, ২০২২
এটা তো সবারই জানা, আর এটার কোনো সমাধান ও কোনো দিন হবে না
Mamunur Rashid, ১৫ এপ্রিল, ২০২২
বজ্র্র্য আটুনি ফসকা গেরো যেনো না হয়। তাহলে শিক্ষাখাতে সফলতা আসবে
MD. ABU TAHER, ১৪ এপ্রিল, ২০২২
কাৱিগরি এম পি ও কবে দিবে
মোঃ বাবুল আকতার, ১৪ এপ্রিল, ২০২২
পরিচালক, রাজশাহী অঞ্চল,রাজশাহী ।আপনাকে 10এপ্রিল 2022 পর্যন্ত জমাকৃত জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতির যোগ্য প্রভাষকদের পদোন্নতি প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ।মোঃ বাবুল আকতার, প্রভাষক-পদার্থবিজ্ঞান,রিভারভিউ আইডিয়াল কলেজ,চন্ডীদাসগাঁতী,সিরাজগঞ্জ ।
S. M. Monzurul Hasan, ১৪ এপ্রিল, ২০২২
আমি মার্চের ৯ তারিখে আবেদন করেছিলেন, একই সময়ে আবেদন করে অনেকে এম পি ও হলে আমার টা এখন ও এম পি ও হয় নি আবার রিজেক্ট ও হয়নি, এটা খুলনা তে তাদের খুশি করলেই সব ফাইল ok.
মোঃ রাসেল সেখ, ১৪ এপ্রিল, ২০২২
ওপেন সিক্রেট হিসেবে তারা টাকা নিচ্ছে। এর প্রমাণ কখন হবে।
মোঃ জামাল উদ্দীন, ১৩ এপ্রিল, ২০২২
একটি বাস্তব চিত্র তলে ধরার জন্য আপনাকে সাদুবাদ জানাই । সেই সাথে বলতে চাই আপনি শুধু রাজশাহী অঞ্চলের কথা বলেছেন আমাদের খুলনা অঞ্চরলর অবস্থা আরো খারাপ । য়শোরের ডি ই ও অফিস থেকে বলা হয় এন টি আর সি এ বুঝিনা টাকা দিবেন ফাইল ছেড়ে দেব নয়লে রিজেক্ট হবে । আর খুলনা অফিসে চলে নিরব বনিজ্য । সামনে ঈদের পরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এম পি ও ঘোষনা হবে বলে শোনা যাচ্ছে । সেখানে শিক্সক কর্মচারীদের বেতন ভাতা পেতে লক্ষ লক্ষ্ টাকা লাগবে অন্যথায় ফাইল রিজেক্ট হবে । যেমনটি হয়েছিল ২০১৯ সালের নতুন এমপি ও ভুক্তিতে । ঘুষের এই বিষয়টি সংবাদ মাধ্যম বলেন , উর্ধতন কর্তৃপক্ষ বলেন , দুর্নিতি দমন কমিশন বলেন কারো নজরে আসে না । মহান আল্লাহ তালা ঘুষখোরদের হেদায়েত করুন । আমিন
MOSTOFA KHAIRUL ABRAR, ১৩ এপ্রিল, ২০২২
"শিক্ষার র্বাঙ্গে ব্যাথা ঔষধ দেবেন কোথা?
মোঃ মফিজুল হক, ১৩ এপ্রিল, ২০২২
মাননীয় মহা পরিচালক মহোদয়ের প্রতি আস্থা রেখে বলতে চাই , জেলা শিক্ষা অফিসার, ঠাকুরগাঁও কে ( খন্দকার আলাউদ্দিন আল আজাদ) দ্রুত ট্রান্সফার করে আমাদের মতো অসহায় বেসরকারি প্রতিষ্ঠান প্রধানের সহায়তা দিন । আল্লাহ আপনার মঙ্গল করবেন ইনশাআল্লাহ।
Asaduzzaman, ১৩ এপ্রিল, ২০২২
রংপুর এর অবস্থা আরো খারাপ।হয়রানি হতে আর ভালো লাগে না,বিলের আশাই ছেরে দিয়েছি।