মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

md.a alim, ১৬ এপ্রিল, ২০২২
কিছু শিক্ষক নেতার দালালির কারনে ১৮ বছরেও সিকি ভাগ উৎসব ভাতা পরিবর্তন হলনা।
মোঃ আব্দুল ওয়াহাব শেখ, ১৬ এপ্রিল, ২০২২
কষ্ট পাই যখন ১২৫০০/ও ১৬০০০/-টাকার সহকারী শিক্ষক একজন চতুর্থ শ্রেণির কর্মচারীর থেকে কম বোনাস পান।শিক্ষাবান্ধব সরকার অবশ্যই সু- ব্যবস্হা করবেন।
Md. Golam Sorowar, ১৬ এপ্রিল, ২০২২
শিক্ষা ব্যবস্থায় এমন কোন পরিষদ নেই যে, শিক্ষকদের ঈদুল ফিতরের উৎসব ভাতা ১০০% কথা বলছে না। প্রধানমন্ত্রী কাছে আকুল আবেদন এই যে, শিক্ষকরা জাতি গড়ার কারিগর তারা ভালো জাতিকে একটি সুশিক্ষিত দেশ উপহার দেবে। আপনি আমাদের সবার মা, তাই মায়ের কাছে দাবি আমাদের উৎসব ভাতা ১০০% দেবেন। আপনার প্রতি আমাদের বিশ্বাস।
shipon, ১৫ এপ্রিল, ২০২২
সহমত পোষণ করছি।
Md Emran Khan, ১৫ এপ্রিল, ২০২২
শতভাগ উৎসব ভাতা চাই।
Tabiatkowser, ১৫ এপ্রিল, ২০২২
তোমাদের সস্তা কথায় চিড়া ভিজবে না। এত দল মত ছেড়ে সবাই এক প্লাটফর্ম এ এসে ঐক্যবদ্ধ হয়ে সরকারের নিকট দাবী জানালে আশা করা যায় যে, বেসরকারি শিক্ষকদের বহু দিনের পুরনো দাবি পূরণ হবে। অন্যতায় যে লাউ সে কদু হয়ে থাকবে।