মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MD. MASUD RANA, ২৭ এপ্রিল, ২০২২
After how many days second merit recommendation will be published? Please ensure the recommendation sooner.
MD. MASUD RANA, ২০ এপ্রিল, ২০২২
এখন যথাশিগ্রি তৃতীয় নিয়োগচক্রে যোগদান না করা পদগুলোতে মেধাতালিকায় এগিয়ে থাকা পরবর্তী প্রার্থীদের দ্বিতীয় ধাপের সুপারিশ করা অত্যন্ত জরুরী এবং সময়ের সবচেয়ে বড় দাবি। তাই কোন বিলম্ব না করে দ্রুত দ্বিতীয় ধাপের সুপারিশের রেজাল্ট দেওয়া হোক। এটা মাননীয় শিক্ষামন্তীর কাছে আকুল নিবেদন এই যে, এনটিআরসিএ কে দ্বিতীয় ধাপের সুপারিশের রেজুলেশন বা লিখিত আদেশ অবিলম্বে প্রদান করুন।
MD. MASUD RANA, ১৯ এপ্রিল, ২০২২
কখন দ্বিতীয় সুপারিশের রেজাল্ট দিবে?
Mst.Zobyda Akter, ১৮ এপ্রিল, ২০২২
যুক্তিসঙ্গত ভাবনা।এভাবে অল্প সময়ে শিক্ষক সংকট কিছুটা হলেও নিরসন হবে।
MD.JAHIRUL HAQUE, ১৮ এপ্রিল, ২০২২
ইন্ডেক্সধারীদেরকে এন টি আর সি এ তে আবেদন বন্ধ না করলে শিক্ষক নিয়োগের জটিলতা কাটবেনা।এবারে ৮০%প্রায় ইন্ডেক্সধারী।তাহলে এক স্কুল শুন্য করে অন্য স্কুলে শুন্য পদ পুরন হল। পদ শুন্য রয়েই গেল।তাই আমার প্রস্তাব, ইন্ডেক্সধারীদের জন্য আলাদা বদলীর বিজ্ঞপ্তি দিয়ে বদলীর কাজ শেষ করে পরে নতুনদের সুযোগ দিন।
Rezaul Karim, ১৭ এপ্রিল, ২০২২
Requesting NTRCA authority not to recommend those candidates who have already joined another institutions.