মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Selina, ২০ এপ্রিল, ২০২২
জেনারেল থেকে কারিগরি শাখায় নিয়োগ ।ইনডেক্স রিলিজ অথবা ট্রান্সফার বিষয়ক কোন সুনির্দিষ্ট তথ্য কিভাবে পাব? অনেকেই বলছেন যে,নিবন্ধন সনদে ভোকেশনাল /টেকনিক্যাল/বি.এম উল্লেখ না থাকলে এম পি ও পেতে সমস্যা হবে। এ সম্পর্কিত সঠিক তথ্য জানতে চাই।
abdul karim, ১৯ এপ্রিল, ২০২২
আমি একটি মাদ্রাসায় সহকারী শিক্ষক (গণিত) পদে বিগত ৬ বছর ধরে ইন্ডেক্সধারী হিসাবে কর্মরত ছিলাম। তৃতীয় নিয়োগ চক্রে এনটিআরসিএ কর্তৃক একটি স্কুলে সহকারী শিক্ষক (ভৌতবিজ্ঞান) পদে সুপারিশ প্রাপ্ত হয়ে যোগদান করেছি। কিন্তু এমপিও ভুক্তির ক্ষেত্রে পুর্বের ইন্ডেক্স/অভিজ্ঞতা গণনাযোগ্য হবে কিনা তা নিয়ে জটিলতার সৃষ্টি হচ্ছে। এমপিও নীতিমালার ১১.১৫ অনুচ্ছেদ অনুযায়ী 'সমপদে/সমস্কেলে' এই কথাটির ব্যাখ্যা বিভিন্ন জন বিভিন্ন ভাবে দিচ্ছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে আদেশ জারিকরা উচিৎ। দৈনিক শিক্ষার কাছে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করা অনুরোধ করছি। আমার মতে সহকারী শিক্ষক (গণিত) থেকে সহকারী শিক্ষক (ভৌতবিজ্ঞান) পদে আসলে পুর্বের ইন্ডেক্স/অভিজ্ঞতা গণনাযোগ্য হওয়া উচিৎ। কারণ উভয় ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, নিবন্ধন সনদ ও এনটিআরসিএ র সুপারিশ রয়েছে।
মোহাম্মদ অলিউল্যাহ, ১৯ এপ্রিল, ২০২২
মহাপরিচালক স্যারের কাছে সারা বাংলাদেশেরে সুপারিশ পাওয়া শিক্ষকদের পক্ষ থেকে অনুরোধ করছি স্যার, ইনডেক্স ডিলিট প্রক্রিয়া বাদ দিয়ে ট্রান্সফার এমপিও প্রক্রিয়া করলে স্কুল থেকে মাদ্রাসা এবং মাদ্রাসা থেকে স্কুলে সুপারিশ পাওয়া শিক্ষকগন অনেক উপকৃত হবেন। এবং অনেক হয়রানি থেকে রেহাই পাবেন। কারণ ইনডেক্স ডিলেট করতে একটা খরচ লাগবে আবার এমপিও আবেদন করতে খরচ লাগবে। এছাড়া কোন কারণ বশত: এমপিও হতে দেরী হলে শিক্ষকগন মানবেতর জীবন যাপন করবে।
মোহাম্মদ অলিউল্যাহ, ১৮ এপ্রিল, ২০২২
এটা মাদরাসা থেকে স্কুলে যাওয়ার প্রক্রিয়া, কিন্তু স্কুল থেকে মাদরাসা যাওয়ার প্রক্রিয়া কি? এটাতো জটিল সমস্যা, আগে ইনডেক্স ডিলেট, পরে এমপিও, কিনতু প্রতিষ্ঠানে আগেতো ট্রান্সফার এমপিও ছিল, ইনডেক্স ডিলিট না করে সরাসরি ট্রান্সফার এমিপও হলে দুইবারের কাজ একবারে হত এবং অনেক হয়রানি মুক্ত থাকতো।
Waliullah Ahmed, ১৮ এপ্রিল, ২০২২
কলেজ থেকে মাদ্রাসায় আসা শিক্ষকদের ইনডেক্স টান্সফার এর সুযোগ আছে কি?
সেঁজুতি, ১৮ এপ্রিল, ২০২২
কিন্তু জেনারেল থেকে কারিগরি বোর্ডে ইনডেক্স কিভাবে ট্রান্সফার করবো??সে বিষয়ে তো এই রিপোর্টে কোন কিছু বলা হয় নি।
MD.FAZLUL HOQUE, ১৮ এপ্রিল, ২০২২
মাউশির মহাপরিচালক স্যারের কাছে অনুরোধ করছি বিভাগ পরিবর্তনের প্রক্রিয়া পরিপত্র আকারে প্রকাশ করতে।