মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Mst. Rashida Khanom, ২৭ এপ্রিল, ২০২২
সরকারিকরণ অবশ্যই পজেটিভ সংবাদ। একটি দুইটি সরকারি করতে করতে সম্ভবত এক সময় সব সরকারি হয়ে যেতে পারে। কিন্তু একটি সমস্যা দেখা যায় ৯০% উর্ধের যায়গায় । তা হলো একটি বিদ্যালয় সরকারি হলে আশপাশের ১০টি বিদ্যালয় মানস্মমত শিক্ষার্থী পায়না।, ভাল ফলাফল হয়না। শুল তার শ্রী ,জৌলুস হারায়। দোষ হয় শিক্ষকদের। তাই একটি দুটি নয় সকল প্রতিষ্ঠান জাতীয়অকরণ করা উচিত। প্রয়োজনে ১০% করে বাড়ী ভাড়া প্বৃরতি বছর বৃদ্ধি করতে করতে ৫ বছরে জাতীয় করণ করা যয়। প্রয়োজনে পরিকল্পনা করে ১০ বছরে করা যেতে পারে।