মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MD. ABU TAYEF SARKER, ২৬ এপ্রিল, ২০২২
স্যার, অতিব সম্মানের ও দু:খের সহিত আবদেন জানাচ্ছি আপনাদের পদ মর্যাদার জন্য যদি এত ই দু:খ হ য়,আর আমরা বেসরকারি শিক্ষক/কর্মচারিগন অবসর গ্রহনের পর কি খাই কি পাই এক দিন ও কি মনে করেছেন স্যার, এক বাক্যে আমরা তো আপনাদের কর্মচারী ছিলাম।আপনাদের ই দেয় বেতন ভাতা পাইতাম। যে দিন অবসরে গিয়েছি তারপর দিন থেকেই প্রায় ভিখারী কারন আমাদের ছেলে মেয়ে অন্যান্য আছে। যখন আমরা চাকুরিরত ছিলাম তখন কত কোটি টাকা জমিয়েছি স্যার, এক মুহুর্ত খেয়াল করে দেখবেন। যাহা হোক অনেক কথা আবেদনের ভাষায় লিখেছি মনে কষ্ট নিবেন না স্যার। আল্লাহ আপনাদের পদ মর্যাদা সমুন্নোত রাখবেন।আবার জানাই আমরা কিন্তু অধোস্তন। কয়েকদিন আগে দৈনিক শিক্ষায় দেখলাম মাননীয় প্রধান মন্ত্রী অর্থ দেয়ার কথা বলেছেন, তাতে প ড়ে বুঝা গেল যদি ভিক্ষা বের হলো তো কুলা হারালো অর্থাৎ কমিটি নাই অবসরের ব য়েস প্রায় 3 বছর।
Md. Mostafezur Rahman, ২৬ এপ্রিল, ২০২২
উপরের দিকেই এত সমস্যা। আমরা তো সাধারণ প্রভাষক। নীতিমালা করা হয়েছে 2020 সালে আজ 2022 সালে দাড়িয়ে অধিদপ্তরগুলোর স্বার্থ সংশ্লিষ্ট যত সৃষ্ট বা নতুন নীতিমালা হয়েছিল তার প্রায় সবই কার্যকর হয়ে গেছে বহু আগে। এই যেমন ধরেন নতুন সৃষ্ট পদগুলি নিয়োগ অন্তে এমপিওভুক্তি সহ যাবতীয় কার্যাবলী সম্পাদন হয়ে গেছে। অথচ লক্ষ করবেন 50% হারে প্রভাষকগণ সহকারী অধ্যাপক বা জৌষ্ঠ প্রভাষক হবেন তাদের বেলায় বলা হচ্ছে সমস্যা আছে। প্রাপ্যতা নেই ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় উচ্চতরে গ্রেড প্রাপ্যতা নেই। কেন এই একই নীতিমালার ক্ষেত্রে বৈষম্য মাননীয় শিক্ষামন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের কাছে বিনয়ের সাথে প্রশ্ন ?
Md.Shafiqul Islam, ২৬ এপ্রিল, ২০২২
খবরটা বার বার পড়লাম কারণ মনের মধ্যে একপ্রকার ভালো লাগার আবেশ তৈরি হযেছে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বৈমাখী ভাতা ওনারা কত তারিখে দিয়েছেন? ঈদের বোনাস কত তারিখে দিয়েছেন? এপ্রিল মাসের বেতন কত তারিখে তোলা যাবে? একবারও ভেবে দেখেছেন কতবড় নির্যাতন? সুতারং সচিবরা আরো সুযোগ পাক তাতে আপত্তি নেই। শিক্ষা ক্যাডারদের প্রতি কোন দরদ নেই কারণ ওনাদের নিকট আমরা কি মানুষ?
Mst. Rashida Khanom, ২৫ এপ্রিল, ২০২২
মাননীয় মহাপরিচালক ( শিক্ষা অধিদপ্তর) সমস্যা নেই স্যার। এদেশের শিক্ষা ব্যবস্থাতো আর ফিনল্যাণ্ড, জাপান ইংল্যাণ্ড, আমেরিকা কানাডার মত নয়। এমনকি শ্রীলঙ্কা বা পাকিদের মতও নয়। শিক্ষকদের মর্যাদার কথা অন্যেরা নয় শিক্ষকরাও ভাবেনি ভাবারমত করে। ফলে যা হবার তাই হচ্ছ, চলছে চলবে। শুধু একটি পদ নিয়ে ভাবলে সমস্যা আর এক যায়গায় গোলমাল পাকিয়ে যায়, ফলে আর সমাধান হয় না। তাই ভাবতে হবে এভাবে কোন ছাত্রই যেন শিক্ষকের উপরে উঠতে না পারে তা হোক সে সচিব বা মন্ত্রী পদ। শিক্ষক যেন আদালতে কোন কারণে প্রবেশ করলে জজ সাহেব/বিচারক উঠে দাঁড়াবে। কবে হবে, কবে দেখব এ দৃশ্য। অপেক্ষায় থাকলাম স্যার।
Md. Mahfuz, ২৫ এপ্রিল, ২০২২
মাউশি'র মহাপরিচালক মহোদয় এবার নিশ্চয়ই উপলব্ধি করবেন যে, অভিজ্ঞতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতি না দিলে কতটা খারাপ লাগে। আপনার যায়গায় বেসরকারি শিক্ষক সমাজকে রেখে একটু চিন্তা করে দেখুন তারা কতটা অবহেলিত এবং অসহায়।
সন্দীপ ব্যানার্জী, ২৫ এপ্রিল, ২০২২
আপনার স্কুলের শিক্ষকরা কত কষ্ট করে সে বিষয়ে আপনার কোন ধারণা আছে? কই তাদের নিয়ে তো কোন কথা বলেন না। আপনার অফিসসহ সকল আঞ্চলিক অফিসে এখনও টাকা না দিতে পারলে ফাইল একচুলও সরে না। সেখানে আপনারা কি করেন? শিক্ষকরা আজও ২৫% ঈদ বোনাস দিয়ে কোনরকম ঈদ সারে। সে ব্যাপারে আপনারা তো আফসোস করেন না। এখন আপনার ছাত্ররা যুগ্ম সচিব হওয়ায় জন্য আপনার কষ্ট লাগলে আমাদের মনের অবস্থা কি হয় ভেবে দেখেছেন কি মাননীয় মহাপরিচালক?
MD.FAZLUL HOQUE, ২৫ এপ্রিল, ২০২২
স্যার ইনডেক্স দারি শিক্ষক দের বিভাগ পরিবর্তনের বিষয়ে লিখিত নির্দেশনা দেন,যাতে আমরা সেই অনুযায়ী আবেদন করতে পারি।