মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MD. MASUD RANA, ১৩ মে, ২০২২
The date of publication of Second Phase result of 3rd public cycle was supposed to be fixed on 12th May-2022 but no prospect is being viewed still now. Please finalize the recommendation of Second Phase result of 3rd public cycle for goodness and welfare of the optimistic applicants.
MD. MASUD RANA, ০৮ মে, ২০২২
বিশেষভাবে একটি বিষয়ে যুক্তি থাকে যে, ভি-রোল ফরম্ পূরণ না করার ফলে যে পদগেুলো খালি আছে সেই পদগেুলোতে তৃতীয় গণবিজ্ঞপ্তি অনুসারে আবেদন করেও নিয়োগ সুপারিশ না পাওয়া প্রার্থীদের দ্বিতীয় ধাপের সুপারিশ করা অবশ্যই আইনসম্মত। কেননা, আমরা তো তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ঐ সকল প্রতিষ্ঠানে আবেদন করেও সুপারিশ পায়নি। তাহলে দ্বিতীয় মেধা তালিকায় আমরা ঐ সকল প্রতিষ্ঠানে সুপারিশ পাওয়ার আইনত অগ্রাধিকার রাখি, ফলে অগ্রাধিকার পাবো এবং এটাই হওয়া উচিত।
MD. MASUD RANA, ০৮ মে, ২০২২
বিশেষভাবে একটি বিষয়ে যুক্তি থাকে যে, ভি-রোল ফরম্ পূরণ না করার ফলে যে পদগেুলো খালি আছে সেই পদগেুলোতে তৃতীয় গণবিজ্ঞপ্তি অনুসারে আবেদন করেও নিয়োগ সুপারিশ না পাওয়া প্রার্থীদের দ্বিতীয় ধাপের সুপারিশ করা অবশ্যই আইনসম্মত। কেননা, আমরাও তো তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ঐ সকল প্রতিষ্ঠানে আবেদন করেও সুপারিশ পায়নি। তাহলে দ্বিতীয় মেধা তালিকায় আমরা ঐ সকল প্রতিষ্ঠানে সুপারিশ পাওয়ার আইনত অগ্রাধিকার রাখি, ফলে অগ্রাধিকার পাবো এবং এটাই হওয়া উচিত।
Md. Shariful Islam, ০৭ মে, ২০২২
যে সকল পদে প্রার্থীরা তাদের ভি-রোল ফরম পূরণ করেনি সে সকল পদে কি দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে? আমরা সাধারন নিবন্ধন নারীরা আশাবাদী ছিলাম যে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থী অর্থাৎ ভি-রোল ফর্ম পূরণ না প্রার্থী ও চূড়ান্ত সুপারিশ পেয়েও যোগদান না করা প্রার্থীর দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। এখন দেখছি চূড়ান্ত সুপারিশ করা প্রার্থী অর্থাৎ যারা চূড়ান্ত সুপারিশ পেয়েও যোগদান করেননি কেবল তাদের পদে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করার কথা বলছেন এনটিআরসিএর মাননীয় চেয়ারম্যান। কিন্তু আমরা যে সকল পদে ভি-রোল ফরম পূরণ করেনি ওই সকল প্রতিষ্ঠানে ও আমরা চাকরির আবেদন করেছিলাম তাহলে আমরা কেন সেখানে সুপারিশপ্রাপ্ত হবো না। জানালে কৃতজ্ঞ থাকব। আপনাকে অগ্রিম ধন্যবাদ।
MD. MASUD RANA, ০৭ মে, ২০২২
ভি-রোল ফরম্ পূরণ না করার ফলে যে পদগেুলো খালি আছে সেই পদগেুলোতে কি তৃতীয় গণবিজ্ঞপ্তি অনুসারে আবেদন করেও নিয়োগ সুপারিশ না পাওয়া প্রার্থীদের দ্বিতীয় ধাপের সুপারিশ হতে পারে ? দয়া করে একটু জানালে খুশি হব।
MD. MASUD RANA, ০৭ মে, ২০২২
ভি-রোল ফরম্ পূরণ না করার ফলে যে পদগেুলো খালি আছে সেই পদগেুলোতে কি তৃতীয় গণবিজ্ঞপ্তি অনুসারে আবেদন করেও নিয়োগ সুপারিশ না পাওয়া প্রার্থীদের দ্বিতীয় ধাপের সুপারিশ হতে পারে ? দয়া করে একটু জানালে খুশি হব।
MD. MASUD RANA, ০৭ মে, ২০২২
ভি-রোল ফরম্ পূরণ না করার ফলে যে পদগেুলো খালি আছে সেই পদগেুলোতে কি তৃতীয় গণবিজ্ঞপ্তি অনুসারে আবেদন করেও নিয়োগ সুপারিশ না পাওয়া প্রার্থীদের দ্বিতীয় ধাপের সুপারিশ হতে পারে ? দয়া করে একটু জানলে খুশি হব।
মোঃমিজানুর রহমান চৌধুরী, ০৬ মে, ২০২২
দৈনিক শিক্ষার সম্পাদকের মাধ্যমে চতুর্থ সার্কুলারে মাদরাসার, ইবতেদায়ী প্রধান,পদের একটা সঠিক সিদ্যান্তের জোরদাবি জানাই।
মোঃমিজানুর রহমান চৌধুরী, ০৬ মে, ২০২২
দৈনিক শিক্ষার সম্পাদকের মাধ্যমে চতুর্থ সার্কুলারে মাদরাসার, ইবতেদায়ী প্রধান,পদের একটা সঠিক সিদ্যান্তের জোরদাবি জানাই।
মোঃমিজানুর রহমান চৌধুরী, ০৬ মে, ২০২২
চতুর্থ গণ সার্কুলারে মাদরাসার এবতেদায়ী প্রধান,পদের বিষয়টা এন,টি সিএ হউক অথবা কমিটির মাধ্যমে হউক যে কোনো ভাবেই একটা সুরাহা করার জন্য জোর দাবি জানাচ্ছি।
ফজলুর রহমান, ০৬ মে, ২০২২
যারা ভুল চাহিদার জন্য যোগদান করতে পারেননি তাদেরও সুপারিশ করা উচিৎ।